ভারী বৃষ্টি হতে পারে আজও

আজাদী প্রতিবেদন | সোমবার , ৭ জুন, ২০২১ at ৫:২৩ পূর্বাহ্ণ

চলতি মৌসুমের প্রথম ভারী বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রাম জুড়ে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমী বায়ু আসার প্রাক্কালে এ ধরনের আবহাওয়া বিরাজ করে। সোমবারও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের আশংকা করছেন তারা। তবে মঙ্গলবার থেকে এর প্রভাব কমতে পারে বলে জানিয়েছেন পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তারা। এদিকে রোববার বিকেল তিনটা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ২১১.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা ও আমবাগান আবহাওয়া অফিস। চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শেখ ফরিদ আহমেদ দৈনিক আজাদীকে বলেন, ‘বছরের এই সময়ের মৌসুম বায়ু আসার আগে আবহাওয়া এই ধরণের হয়। রোববারের ন্যায় সোমবারও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।’
চট্টগ্রাম আবহাওয়া অফিস রোববার সন্ধ্যা ৬টার স্থানীয় পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে অস্থায়ী দমকা কিংবা ঝড়ো হাওয়াসহ অধিকাংশ জায়গায় মাঝারী, মাঝারী থেকে ভারী বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দক্ষিণ-পূর্ব দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১২-১৮ কি.মি. বেগে, যা অস্থায়ী দমকা কিংবা ঝড়ো হাওয়ার আকারে সর্বোচ্চ ৪০-৫০ কি.মি. বেগে প্রবাহিত হতে পারে। রোববার বিকেল তিনটা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় পতেঙ্গা আবহাওয়া অফিস ৭৯.৪ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করেছে। গতকাল রোববার চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম নদী বন্দরের জন্য দুই নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
অন্যদিকে আমবাগান আবহাওয়া অফিসের ইনচার্জ জহিরুল ইসলাম দৈনিক আজাদীকে জানিয়েছেন, রোববার বিকেল তিনটা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় আমবাগান আবহাওয়া অফিসে ১৩২ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এরপরেও আরো বৃষ্টিপাত হয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধবাঁধ অপসারণ না করায় জলাবদ্ধতা তীব্র হয়েছে
পরবর্তী নিবন্ধ৫০ বছরে গায়েব ৪৯ খাল