শ্রাবণের প্রথম ভাগ রোদ–গরমে কাটলেও শেষদিকে বৃষ্টি ঝরাচ্ছে সক্রিয় মৌসুমী বায়ু। গত কয়েকদিন মাঝেমধ্যে বিক্ষিপ্তভাবে ঝিরঝিরে বৃষ্টি হলেও গতকাল শুক্রবার ঢাকা–চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভারি বর্ষণ হয়েছে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলছেন, আরো দুইদিন পর ভারি বৃষ্টির প্রবণতা কমতে পারে। ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ১৮৮ মিলিমিটার। খবর বিডিনিউজের।
আবুল কালাম মল্লিক বলেন, ‘আজ শনিবারও ঢাকা, চট্টগ্রাম ও বরিশালের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণের আভাস রয়েছে। অতি ভারি বর্ষণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমি ধসের শঙ্কা রয়েছে। এদিকে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।