তোমরা ভাবো নারী অধিকার আর স্বাধীনতার কি মানে-মর্কট আর গর্দভ নারী তার আধাআধি ভাগ বলে জানে। ওহে পুরুষ ধারণ কর মন ও মানসে তোমার / নারী মানে কি নির্বোধ?বোঝেনা কি অধিকার? নারী মানে সব হীন তার, সব কিছুতেই খাটোএগুতে নয় পিছু হটাতে সবাই সে পথে হাঁটো। শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞান কি নেই নারীর কাছে? ভালোবাসা আর মায়া মমতা সবেতে বেশিই আছে। তোমরা যখন ইচ্ছে কর করবে নতুন কিছু নারীর বেলায় নতুন ইচ্ছে! নাও কেন ভাই পিছু?
পুরুষ ব’লে তোমার অধিকার আকাশ পাতাল জানা, কেবলই নারী তার বেলাতে সব কিছু হবে মানা? নারীর মনও স্বপ্ন দেখে আকাশেতে উড়িবার /নারী বলে তার শত বাধা যেন স্বপ্নকে সাধিবার। তার স্বপ্নের নাটাইখানা দাওনা তারই হাতে
তোমার ইচ্ছেয় বদলে যাবে ভাগটি বসাও পাতে। থামো ভাই থামো একবার মানবাধিকার চল মানি মানুষ হিসেবে বিকশিত হতে জোর দাবীটা জানি। যদি আরও চাও হিসেবটা হোক কড়ায়গণ্ডায় কষা, এগিয়ে থাকবে নারীরা তার নিয়ে মা’র ভালোবাসা। তুমি আমি বা কে কবে দেখেছে এই সুন্দর ধরা? নারীর গর্ভ অনিবার্য সেথা সম্ভব নারী ছাড়া? রাজা রাজ্য চালায় সে খবর বল আমরা সবাই জানি, সত্য কি নয় তার পাশে থেকে রাজাকে চালায় রানী। পাল্টাপাল্টি পথচলা যে
হয়না কখনো মধুর, একসাথে পথ চলি মোরা আজ দুর্দশা থাক দূর। বিকশিত হতে যার যেটুকু লাগে দিলে তাতে ক্ষতি কি?
এধরনী নয় নিরঙ্কুশ কারো ভারসাম্যেই থাকি।