ভারতের সঙ্গে চলাচল বন্ধ থাকবে আরও দুই সপ্তাহ

করোনাভাইরাস পরিস্থিতি

আজাদী অনলাইন | শনিবার , ৮ মে, ২০২১ at ৮:৫৫ অপরাহ্ণ

ভারতে করোনাভাইরাস পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ার মধ্যে প্রতিবেশী দেশটির সঙ্গে আরও দুই সপ্তাহ চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।
বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করা করোনাভাইরাসের ভারতীয় একটি ধরন বাংলাদেশেও শনাক্ত হওয়ার পর আজ শনিবার (৮ মে) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত হয়। বিডিনিউজ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফী বিনতে শামস বলেন, ”আগের সময়ের সঙ্গে আরও দুই সপ্তাহ সময় বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।”
এর আগে গত ২৫ এপ্রিল ভারতের সঙ্গে দুই সপ্তাহ চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার, আগামীকাল রবিবার সন্ধ্যা ৬টায় ঐ সময়সীমা শেষ হওয়ার কথা ছিল।
মাশফী বিনতে শামস জানান, ভিসার মেয়াদ শেষ হতে চলা বাংলাদেশীদের ফেরা এবং পণ্য পরিবহনের ক্ষেত্রে সিদ্ধান্ত আগের মতোই থাকবে অর্থাৎ শর্ত মেনে তারা আসতে পারবেন।

পূর্ববর্তী নিবন্ধ‘আ. লীগ নেতা মুহিবুল্লাহ হত্যাকারীদের ছাড় দেয়া হবে না’: রাঙ্গুনিয়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী
পরবর্তী নিবন্ধকাবুলে স্কুলে বিস্ফোরণে ছাত্রী সহ কমপক্ষে নিহত ৪০