ভারতের জম্মু বিমানবন্দরে ভারতীয় বিমান বাহিনীর একটি ঘাঁটিতে পাঁচ মিনিটের ব্যবধানে দুটি বিস্ফোরণ ঘটেছে। রোববার স্থানীয় সময় ভোররাত ২টার কিছুক্ষণ আগে বিস্ফোরণ দুটি ঘটে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। একে ভারতীয় বিমান বাহিনীর একটি ঘাঁটিতে প্রথম ড্রোন হামলা বলে মনে করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে দেখছে ভারতীয় বিমান বাহিনী। খবর বিডিনিউজের। বিস্ফোরণে আইএএফের দুই সদস্য আহত হয়েছেন, তবে তাদের আঘাত তেমন গুরুতর নয়। বিস্ফোরণের পর ভারতের ন্যাশনাল বোম্ব ডেটা সেন্টারের বিশেষজ্ঞরা, কয়েকটি ফরেনসিক টিম এবং জম্মু ও কাশ্মীর পুলিশ উচ্চ নিরাপত্তায় ঘেরা ওই বিমানবন্দরটিতে হাজির হয়। প্রথম বিস্ফোরণে বিমান ঘাঁটিটির প্রযুক্তি বিভাগের একটি ভবনের ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে আর অপর বোমাটি খোলা জায়গায় বিস্ফোরিত হয়েছে।
হামলাটিকে গুরুতর ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। ভারতের জাতীয় তদন্ত সংস্থার একটি দলও ঘটনাস্থলে পৌঁছেছে। জম্মু বিমানবন্দরের রানওয়ে ও এয়ার ট্র্যাফিক কন্ট্রোল ভারতীয় বিমান বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও এখান থেকে যাত্রীবাহী বিমানও চলাচল করে। বিমানবন্দরটির ডিসপারসাল এলাকায় পার্ক করে রাখা একটি বিমান ড্রোনগুলোর লক্ষ্যস্থল ছিল বলে কয়েকটি সূত্রের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা আইএনএ।