ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টের জন্য ইংল্যান্ড দলে ফিরলেন অ্যাটকিনসন

স্পোর্টস ডেস্ক | বুধবার , ৯ জুলাই, ২০২৫ at ৭:২৮ পূর্বাহ্ণ

পেসার গাস অ্যাটকিনসনকে ফিরিয়ে এনে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। গত মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলার সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মাঠের বাইরে ছিটকে পড়েন অ্যাটকিনসন। ভারতের বিপক্ষে তৃতীয় টেস্ট দিয়ে আবারও মাঠে ফিরতে যাচ্ছেন তিনি। ২০২৪ সালের জুলাইয়ে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় অ্যাটকিনসনের। এরপর ১২ টেস্টে ৫৫ উইকেট নিয়ে ইংলিশদের পেস আক্রমণে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। টেস্ট ছাড়াও ১১ ওয়ানডে ও ৪টি টিটোয়েন্টি ম্যাচ খেলেছেন অ্যাটকিনসন। দ্বিতীয় টেস্টের দলে পরিবর্তন বলতে শুধুমাত্র অ্যাটকিনসনকেই অন্তর্ভুক্ত করেছে ইংল্যান্ড। ফলে ইংল্যান্ডের পেস আক্রমণে আছে সাতজন বোলার। এই দলে অন্য পেসাররা হলেন ক্রিস ওকস, জশ টাং, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, স্যাম কুক ও জেমি ওভারটন। প্রথম দুই ম্যাচে একাদশে থাকা ওকসকার্সটাং ৭৭ থেকে ৮২ ওভার বোলিং করেছেন। পাশাপাশি অধিনায়ক বেন স্টোকসও পেস বোলিং দলের জন্য অবদান রেখেছেন। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ভাবনায় লর্ডসের একাদশে পরিবর্তন আনতে পারে ইংল্যান্ড। তেমনই ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক স্টোকস। ১০ জুলাই থেকে লর্ডসে তৃতীয় টেস্ট শুরু করবে ইংল্যান্ড ও ভারত। দুই ম্যাচ শেষে সিরিজে ১১ সমতা বিরাজ করছে। লর্ডস টেস্টের জন্য ইংল্যান্ড দল : বেন স্টোকস (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিসন, শোয়েব বশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, স্যাম কুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, জেমি ওভারটন, ওলি পোপ, জো রুট, জেমি স্মিথ, জশ টাং এবং ক্রিস ওকস।

পূর্ববর্তী নিবন্ধকোচিং কোর্স করতে ভুটান থেকে ঢাকায় এলেন সানজিদা
পরবর্তী নিবন্ধ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কারে মেসির হ্যাটট্রিক