এক ম্যাচ বাকী থাকতেই ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। গতকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়া ২ উইকেটে হারিয়েছে ভারতকে। সিরিজের প্রথম ম্যাচ ৭ উইকেট জিতেছিল অসিরা। গতকালের জয়ে ২–০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পাশাপাশি সিরিজ জয় নিশ্চিত করল অস্ট্রেলিয়া। অকল্যান্ডে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার পেসার জাভিয়ার বার্টলেটের তোপে ১৭ রানে ২ উইকেট হারায় ভারত। অধিনায়ক শুভমান গিল ৯ ও বিরাট কোহলি রানের খাতা খোলার আগেই আউট হন। আগের ম্যাচেও শূন্য রানে আউট হয়েছিলেন কোহলি। ওয়ানডে ক্রিকেটে এই প্রথম টানা দুই ম্যাচে শূন্য হাতে বিদায় নিলেন তিনি। তৃতীয় উইকেটে ১৩৬ বলে ১১৮ রানের জুটিতে ভারতকে ভালো অবস্থায় নেন রোহিত শর্মা ও শ্রেয়াস আইয়ার। ৭টি চার ও ২টি ছক্কায় ৯৭ বলে ৭৩ রানে আউট হন রোহিত। হাফ–সেঞ্চুরির পূর্ণ করে ৭ চারে ৬১ ৭৭ বলে ৬১ রান করেন আইয়ার। ১৬০ রানের মধ্যে রোহিত–আইয়ার ফেরার পর অক্ষর প্যাটেল ৪১ বলে ৪৪, হার্ষিত রানার ১৮ বলে ২৪ এবং আর্শদীপের ১৩ রানের সুবাদে লড়াকু সংগ্রহ পায় ভারত। ৫০ ওভারে ৯ উইকেটে ২৬৪ রান করে তারা। অস্ট্রেলিয়ার স্পিনার এডাম জাম্পা ৪টি ও বার্টলেট ৩টি উইকেট নেন।












