ভারতের বাড়তি সুবিধা থাকলেও ফাইনাল জিততে প্রস্তুত বলে জানালেন উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ৭ মার্চ, ২০২৫ at ১০:৩৭ পূর্বাহ্ণ

চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান হওয়ায় সে দেশে যায়নি ভারতীয় দল। তাই সেমিফাইনালে পর্যন্ত সব ম্যাচ দুবাইয়ে খেলছে ভারত। আর তাতে ভারতের বাড়তি সুবিধা পাওয়ার কথা বলে আসছে সবাই। এবার সে আলোচনায় যোগ দিলেন কেন উইলিয়ামসন। যদিও সরাসরি ভারতের অতিরিক্ত সুবিধা পাওয়ার কথা বলেননি নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান। তার মতে একই মাঠে খেলার কারণে সেখানে কীভাবে খেলতে হবে, তা নিয়ে স্পষ্ট ধারণা আছে ভারতের। এই প্রসঙ্গে তিনি তুলে ধরলেন লাহোরে তাদের নিজেদের বেশ কয়েকটি ম্যাচ খেলার কথা। একই শহরে একই হোটেলে থেকে একই মাঠে সব ম্যাচ খেলার সুযোগ টুর্নামেন্টে কেবল ভারতই পাচ্ছে। এটা নিয়ে টুর্নামেন্টজুড়েই তুমুল আলোচনাসমালোচনা করছেন বর্তমানসাবেক ক্রিকেটার, বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ ক্রিকেট অনুসারীদের অনেকে।

লাহোরে গত বুধবার চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে ওঠে নিউজিল্যান্ড। আগামী রোববার দুবাইয়ে শিরোপা লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে তারা। কন্ডিশন সম্পর্কে ভালোভাবে জানাশোনা থাকার সুবিধা নিয়ে ভারতের ফাইনালে খেলার বিষয়ে প্রশ্নে উইলিয়ামসন তুলে ধরেন তাদের একইরকম সুবিধার কথা। তিনি বলেন আমার মনে হয়, দুবাইয়ে বেশ কয়েকবার খেলার কারণে ভারতের স্পষ্ট ধারণা আছে যে, তারা সেখানে কীভাবে খেলতে চায়। বিষয়টা এখানে আমাদের সুবিধার মতোই, কারণ এই ভেন্যু লাহোরে আমরাও বেশ কয়েকবার খেলেছি। আমার মনে হয় ক্রিকেটের অংশ এটা। বিষয়টা এখন যা আছে তাই। আমাদের মনোযোগ পরের ম্যাচে। সেই ম্যাচের ভেন্যু, প্রতিপক্ষ, এগুলো সবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আমরা একবার সেখানে ভারতের সঙ্গে খেলেছি। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে লাহোরে দুটি ম্যাচ খেলেছিল নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুবাইয়ে ভারতের বিপক্ষে হেরে যায় নিউজিল্যান্ড। তবে সেই ম্যাচের অভিজ্ঞতা এবার কাজে লাগবে বলে মনে করেন উইলিয়ামসন। তিনি বলেন অবশ্যই দুবাইয়ের কন্ডিশন অনেক আলাদা। ভারতের বিপক্ষে সবশেষ ম্যাচটা আমাদের জন্য ভালো ছিল। এর সত্যিই কিছু ভালো দিক আছে। ভারত অসাধারণ দল এবং সত্যিই ভালো খেলছে। তাই সেখানে আমাদের সবশেষ ম্যাচ থেকে কিছু শিক্ষা নেওয়াটা গুরুত্বপূর্ণ। ফাইনালে যে কোনো কিছু হতে পারে। আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করব শিরোপা জিততে। নির্দিষ্ট দিনে যে দল ভাল খেলবে জয়টা তাদেরই হবে। তাই আমরাও চেষ্টা করব সেরাটা খেলতে। আমরা প্রস্তুত চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিততে।

পূর্ববর্তী নিবন্ধমুশফিককে বাংলাদেশের হিরো বললেন শ্রীলংকার দিমুথ করুণারত্নে
পরবর্তী নিবন্ধতায়েফে অনুশীলন শুরু বাংলাদেশ দলের