সংস্কৃতি অঙ্গনের প্রিয়মুখ দিলরুবা খানম মঞ্চের জনপ্রিয় উপস্থাপক, খ্যাতিমান বাচিকশিল্পী ও লেখক। প্রায় দুযুগ ধরে হাজার হাজার অনুষ্ঠান সঞ্চালনা করে সর্বস্তরের মানুষের মন জয় করেছেন। উপস্থাপনায় পেয়েছেন দেশের ভেতরে এমনকি দেশের বাইরে ও অনেক সম্মাননা।
বাংলাদেশ বেতার ও বিটিভির তালিকাভুক্ত উপস্থাপক দিলরুবা এর আগে ৪৯টি সংগঠন ও প্রতিষ্ঠান কর্তৃক সম্মাননা পেয়েছেন। পাশের দেশ ভারতেও বেশকিছু অনুষ্ঠানে সঞ্চালনা ও আবৃত্তির ডাক পেয়েছেন। সেখানে ও প্রশংসার পাশাপাশি পেয়েছেন সম্মাননা। গত ১১ মে গুণী এ উপস্থাপক, পুনরায় উপস্থাপনায় সম্মাননা পেলেন বিশ্ব মৈত্রী সংস্কৃতি পরিষদ নদীয়া জেলা কমিটির কাছ থেকে।
আয়োজকদের আমন্ত্রণে সেখানেও বেশ কিছু অনুষ্ঠান সঞ্চালনা করে দেশের জন্য বয়ে এনেছেন সুনাম,সম্মান। শিল্পীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন কল্যাণী পৌরসভার ভাইস চেয়ারম্যান স্ত্রী বলরাম মাঝি, ভারতের প্রখ্যাত বাউল শিল্পী মনসুর ফকির, আশীষ সরকার সহ গুণীজনরা। সম্মাননা প্রদানকালে অতিথিরা বলেন, উপস্থাপনায় উপস্থিত বুদ্ধি, বিচক্ষণতা ও পরিমিতিবোধ আপনার বিশেষ গুণ। কল্যাণী গান মেলায় আপনাকে সম্মানিত করতে পেরে আমাদেরও ভীষণ ভালো লাগছে। দু’দেশের মাঝে কাঁটাতারের দেয়াল থাকলেও চিন্তা, চেতনা, ভাবনায় আমরা বাঙালিরা এক ও অভিন্ন। জয় হোক বাঙালি সংস্কৃতির। দু’দেশের বন্ধন আরো দৃঢ় হোক। প্রেস বিজ্ঞপ্তি।