ভারতের জনগণের কল্যাণ কামনা জামায়াতের

প্রজাতন্ত্র দিবস

| রবিবার , ২৫ জানুয়ারি, ২০২৬ at ১১:১০ পূর্বাহ্ণ

ভারতের জনগণকে শুভেচ্ছা জানিয়ে তাদের সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছে জামায়াতে ইসলামী। ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে ভারতীয় হাই কমিশন আয়োজিত অনুষ্ঠানে জামায়াতের তরফে এই শুভেচ্ছা বার্তা দেওয়া হয় বলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। প্রতি বছর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করে ভারত। খবর বিডিনিউজের।

জামায়াতের প্রচার বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন অনুষ্ঠানে যোগ দেন। ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা ও তার স্ত্রী মানু ভার্মা জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারকে স্বাগত জানান। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে দিবসটি উদযাপন করেছে ভারতীয় হাই কমিশন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায় ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জাতীয় পার্টির একাংশের দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান বলেন, ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অভ্যর্থনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, সিনিয়র কোচেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত মাসরুর মাওলা।

পূর্ববর্তী নিবন্ধআশার নাম তারেক রহমান, প্রতীক ধানের শীষ
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে জমি নিয়ে বিরোধে বিমল ত্রিপুরাকে হত্যা, গ্রেপ্তার ২