ভারতের চাপে থাকার কথা স্বীকার করলেন রোহিত

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১৭ নভেম্বর, ২০২৩ at ৬:২৫ পূর্বাহ্ণ

বিশ্বকাপে টানা দশ ম্যাচে জিতে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। পুরো আসর জুড়েই ব্যাটিং ও বোলিংয়ে সমান আধিপত্য দেখানো ভারত প্রথম সেমিফাইনালে ৭০ নিউজিল্যান্ডকে পরাজিত করে সবার আগে ফাইনাল নিশ্চিত করে। পরাজয়ের ব্যবধানটা যথেষ্ট বড় হলেও অধিনায়ক রোহিত শর্মা স্বীকার করেছেন এটাই এ পর্যন্ত বিশ্বকাপে খেলা সবচেয়ে কঠিন ম্যাচ ছিল। আর এই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে ফাইনালে কাজে লাগাতে চায় ভারত। ম্যাচ শেষে স্টার স্পোর্টসকে রোহিত বলেন নতুন বলে যেভাবে আমাদের বোলাররা সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছে তাতে তাদের প্রশংসা করতেই হয়। ৩৯৭ রান করার পর বোলারদের দায়িত্ব ছিল দ্রুত উইকেট তুলে নেয়া। তারা সেটাই করেছে। আমি বলবনা যে এই ম্যাচে আমরা চাপে ছিলাম না। যেকোন ম্যাচেই চাপ থাকে। আর এটাতো বিশ্বকাপের সেমিফাইনাল। কিন্তু আমি মনে করি ছেলেরা দারুণ খেলেছে। সত্যি কথা বলতে কি আমরা সেমিফাইনাল ম্যাচটিকে ততটা গননা করিনি। এই ম্যাচটি নিয়ে আমরা খুব বেশী চিন্তা করিনি। আমরা শুধুমাত্র নিজেদের স্বাভাবিক খেলা খেলতে চেয়েছি। যা আমরা গত নয় ম্যাচে করে দেখিয়েছি। সবকিছুই আসলে স্বাভাবিক ভাবেই এসেছে। নিউজিল্যান্ডকে বড় টার্গেট দিলেও একসময় ভারত বেশ চাপ অনুভব করে। ড্যারিলে মিচেল ও কেন উইলিয়ামসন মিলে তৃতীয় উইকেটে ১৪৯ বলে ১৮১ রানে দুর্দান্ত এক জুটি গড়েন। তাদের এই জুটিতে পুরো ওয়ানখেড়ে স্টেডিয়াম নিশ্চুপ হয়ে যায়। মিচেল ৮৫ বলে টুর্নামেন্টের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন। উইলিয়ামসন করেন হাফ সেঞ্চুরি। মোহাম্মদ সামির বলে মিডঅনে উইলিয়ামসন একবার জীবন ফিরে পান। এরপর তাকে রান আউটের সুযোগও হাতছাড়া করেছে ভারত।

পূর্ববর্তী নিবন্ধপ্রেস ক্লাব-সাইফ পাওয়ারটেক বার্ষিক ক্রীড়ার উদ্বোধন
পরবর্তী নিবন্ধশান-আফ্রিদিকে নিয়ে নতুন শুরুর আশা পাকিস্তানের