ভারতের চন্দ্রাভিযানে যুক্ত কর্মী বেতন না পেয়ে নেমেছেন চা বিক্রিতে

| শুক্রবার , ২২ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:২৭ পূর্বাহ্ণ

চন্দ্রপৃষ্ঠে ভারতের চন্দ্রযান৩ এর সফল অবতরণের দিন যখন ভারতীয় মহাকাশ সংস্থার (ইসরো) বিজ্ঞানীরা অভিনন্দনের বন্যায় ভাসছিলেন, তখন ঝাড়খণ্ড রাজ্যের একটি সরকারি কারখানার কর্মী দীপক উপরারিয়া ইডলি বিক্রি করছিলেন। সেই একই সময়ে তার এক সহকর্মী মধুর কুমার মোমো বেচছিলেন, আর আরেক সহকর্মী প্রসন্ন ভাই চায়ের দোকানে খদ্দের সামলাচ্ছিলেন। অথচ এই দীপক উপরারিয়া, মধুর কুমার বা প্রসন্ন ভাইয়েদেরও সফল চন্দ্রাভিযানের জন্য কিছুটা হলেও তো অভিনন্দন প্রাপ্য ছিলেন, কারণ তাদের কারখানাতে তৈরি লঞ্চপ্যাড থেকেই উৎক্ষেপিত হয়েছিল চন্দ্রযান, আর তারও আগে চন্দ্রযান২। খবর বাংলানিউজের।

কিন্তু অভিনন্দন তো দূরে, বিগত ১৮ মাস ধরে সরকারি কর্মচারী হয়েও তারা বেতনই পান না, তাই বাধ্য হয়ে ইডলি, মোমো বা চায়ের দোকান খুলেছেন তারা। তারা সবাই কেন্দ্রীয় সরকারি সংস্থা হেভি ইঞ্জিনিয়ারিং করপোরেশন, এইচইসির কর্মী। দেড় বছর ধরে বকেয়া বেতনের জন্য আন্দোলন করছেন সংস্থাটির প্রায় তিন হাজার কর্মী। সকালসন্ধ্যায় দীপক উপরারিয়া ইডলি বিক্রি করেন, আর দুপুরে অফিস যান। বিবিসিকে তিনি বলেন, এখন পর্যন্ত চার লাখ টাকা ধার করেছি।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানের জাতীয় নির্বাচন জানুয়ারির শেষ সপ্তাহে
পরবর্তী নিবন্ধফক্স চেয়ারম্যানের পদ ছাড়ছেন রুপার্ট মারডক