১১ বছর পর শেরে বাংলা স্টেডিয়ামে খেলতে নেমেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু এই নব যাত্রাটা স্মরণীয় করে রাখা সম্ভব হলো না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। ভারতীয় নারী দলের কাছে ৭ উইকেটে হেরেই মাঠ ছাড়তে হলো বাংলাদেশ দলকে। বলা যায় ভারতের নারীদের সাথে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি। ব্যর্থতার ষোলকলা পূরুণ করে সিরিজ শুরু করতে হয়েছে নিগার সুলতানা জ্যোতি, শামিমা সুলতানা, সোবহানা মুস্তারি, স্বর্ণা আকতার, সালমা খাতুনদের। অভিজ্ঞ এবং শতভাগ পেশাদার দল হারমানপ্রিত কউরের ভারতীয় দলের পারফরমেন্সের সামনে কুলিয়ে উঠতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। ভারতীয় নারীদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১১৪ রানে আটকে যায় স্বাগতিক নারী দল। মিডল অর্ডার স্বর্ণা আকতার ৫ নম্বরে নেমে ২৮ বলে ২ ছক্কায় ২৮ রানের হার না মানা ইনিংস খেলে দলকে ১০০ পার করে দেন। বাকিরা সবাই ব্যর্থ হয়েছেন। টসে হেরে ব্যাট করতে নামা স্বাগতিক নারী দল শুরুটা ভাল করতে পারেনি। দুই ওপেনার ২৭ রান যোগ করেন। ১৭ রান করা শামীমা সুলতানা ফিরলে ভাঙ্গে এজুটি। এরপর সাথী রানি এবং সোবহানা মুস্তারি ভালই এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু ২৫ রানের বেশি যোগ করতে পারলেন না দুজন। সাথি রানী ফিরলেন ২৬ বলে ২২ রান করে। ২১ রান পর ফিরেন সুবহানা মোস্তারী। তার ব্যাট থেকে আসে ৩৩ বলে ২৩ রান। কিন্তু রানের চাকা মোটেও দ্রুত গতির ছিল না। ফলে ১১৪ রানের বেশি যোগ করতে পারেনি বাংলাদেশ। ১১ রান করেন রিতু মনি। ব্যাটারদের মত বোলাররাও ছিলেন ব্যর্থ। ভারতীয় ব্যাটারদের সামনে কোন ধরনের প্রতিরোধই গড়ে তুলতে পারেনি বাংলাদেশের বোলাররা। যদিও শুরুতেই বেশ ভালই ধাক্কা দিয়েছিল বাংলাদেশ। কোন রান যোগ হওয়ার আগেই শেফালি ভার্মাকে ফিরিয়েছিলেন মারুফা আকতার। ২১ রানে জেমিমাকে ফিরিয়েছিলেন সুলতানা। কিন্তু তৃতীয় উইকেটে স্মুতি মান্দানা এবং অধিনায়ক হারমানপ্রিত কউর এর ৭০ রানের জুটি ম্যাচ থেকে ছিটকে দেয় বাংলাদেশ দরকে। ৩৪ বলে ৩৮ রান করে স্মৃতি মান্দানা ফিরলেও হারমানপ্রিত কউর অপরাজিত থাকেন ৩৫ বলে ৫৪ রানে। আর এর ফলে ২২ বল হাতে রেখে ম্যাচ জিতে মাঠ ছাড়ে ভারতীয় অধিনায়ক। বাংলাদেশের পক্ষে সুলতানা খাতুন নিয়েছেন ২টি উইকেট। এই জয়ের ফলে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে ভারতীয় নারীরা এগিয়ে গেল ১–০ ব্যবধানে। আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।