বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে এখনো ভারতেই আছেন, সে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে আন্দোলন দমাতে গণহত্যার অভিযোগে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। গতকাল বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে সংবাদমাধ্যমে কিছু প্রতিবেদন আমরা দেখেছি। এর বাইরে আমাদের কোনো মন্তব্য নেই। খবর বিডিনিউজের।
ছাত্র–জনতার প্রবল আন্দোলনে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান ঘটে। তিনি ভারতেই আছেন, নাকি অন্য কোনো দেশে চলে গেছেন, সে নিয়ে নানা আলোচনা চলছিল কিছুদিন আগে। কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছিল, ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতে চলে গেছেন হাসিনা। ভারত সরকার তার জন্য ‘ট্রাভেল ডকুমেন্ট’ ইস্যু করে থাকতে পারে এমন কথাও বলা হচ্ছিল।
এসব বিষয়ে বৃহস্পতিবারের ব্রিফিংয়ে রণধীর জয়সোয়ালের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে এসেছেন নিরাপত্তার জন্য। তিনি এখানেই আছেন।