ভারতে হিমবাহে ধস, বহু মৃত্যুর শঙ্কা

| সোমবার , ৮ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:০১ পূর্বাহ্ণ

ভারতের উত্তরাখণ্ডে হিমবাহ ধসে একটি বাঁধের ওপর পড়ার ঘটনায় জোর উদ্ধার অভিযান চলছে। উদ্ধারকারীরা এখন পর্যন্ত সাতটি মৃতদেহ উদ্ধার করেছেন। এখনো নিখোঁজ আছেন প্রায় ১৭০ জন। স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টারের বরাত দিয়ে ভাতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, উত্তরাখণ্ডের আকস্মিক বন্যায় সাতজন নিহত, ছয় জন আহত এবং প্রায় ১৭০ জন নিখোঁজ রয়েছেন। খবর বিডিনিউজের।
নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিভেন্দ্র সিং রাওয়াত। তিনি নিহতের প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। এদিকে, নদীর পানি বেড়ে যাওয়ায় এনটিপিসি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নয়শ’ মিটার লম্বা তপোবন টানেলে উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে বলে পিআইবিকে জানিয়েছেন উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার। উত্তরাখণ্ডের চামোলি জেলায় রোববার ওই ধসের পর ধউলিগঙ্গা নদীর পানি বেড়ে যাওয়ায় আশপাশের অনেকগুলো গ্রাম প্লাবিত হয় বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম। এনডিটিভি জানায়, এরইমধ্যে স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ) জোশীমঠ এলাকায় উদ্ধার অভিযান শুরু করেছে।

পূর্ববর্তী নিবন্ধআদালতের হাজতখানার ওসিকে বদলি
পরবর্তী নিবন্ধনিয়ন্ত্রণ হারালো চালক, প্রাণ গেল ২ শিশুর