ভারতে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতিকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ

| মঙ্গলবার , ৭ অক্টোবর, ২০২৫ at ১২:৩৪ অপরাহ্ণ

ভারতে সুপ্রিম কোর্টে বিচার চলাকালে প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাইকে লক্ষ্য করে একপাটি জুতা ছুড়ে মেরেছেন বয়স্ক এক ব্যক্তি। খবর বিডিনিউজের।

সোমবার সকালে প্রধান বিচারপতির বেঞ্চ প্রথম শুনানি শুরু করার পরপরই ওই জুতা নিক্ষেপের ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি। যে ব্যক্তি জুতা ছুড়ে মেরেছেন তাকে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। আদালতকক্ষে এমন বিস্ময়কর ঘটনার পর প্রধান বিচারপতি গাভাই বলেন, আমিই শেষ ব্যক্তি যে এ ধরনের কিছুতে প্রভাবিত হবে। পরে তিনি স্বাভাবিকভাবেই শুনানি চালিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, দিনের প্রথম শুনানি শুরু হওয়ার পরপরই ওই ব্যক্তি ভারত সনাতনের অপমান সহ্য করবে না বলে স্লোগান দেন এবং বেঞ্চের দিকে জুতা ছুড়ে মারেন।

পূর্ববর্তী নিবন্ধমন্ত্রিসভা গঠনের কয়েক ঘণ্টার মধ্যে ক্ষমতা ছাড়ল ফ্রান্স সরকার
পরবর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ার সিডনিতে বিরল গুলিবর্ষণের ঘটনায় আহত ১৬