কলকাতার ইডেন গার্ডেন্সে তিন দলীয় যুব ওয়ানডে টুর্নামেন্টের শিরোপা জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ফাইনালে তারা ১৮১ রানে ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলকে পরাজিত করে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ২৩৫ রানের লক্ষ্য দিয়ে বাংলাদেশ দল কেবল ৫৩ রানে গুটিয়ে দিয়েছে ভারতকে। টানা তিন জয়ের পর এক ম্যাচ পরিত্যক্ত হয়। এরপর ফাইনালে এই দাপুটে জয় পেল বাংলাদেশ। অপরাজিত থেকেই শিরোপা জিতে নিয়েছে তারা। আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে প্রস্তুতিটা ভালোই হলো যুবাদের।
টস হেরে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়া বাংলাদেশকে উদ্ধার করেন আইচ ও আশিকুর জামান। ১০ চার ও ২ ছক্কায় আইচ খেলেন ৯৩ রানের ইনিংস। আগের তিন ম্যাচে তার রান ছিল যথাক্রমে ৪, ২৯, ২। কিন্তু ফাইনালেই আসল খেলাটা দেখান আইচ। অষ্টম উইকেটে আইচের সঙ্গে ৯৪ রানের অসাধারণ এক জুটি গড়েন আশিকুর। ৫ চার ও ২ ছক্কায় তার ব্যাট থেকে আসে ৫০। পরে বল হাতে দুই উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তিনিই। দুটি উইকেট নেন মেহরব হাসানও। তবে বাংলাদেশের সেরা বোলিং নাইমুর রহমানের। কেবল ১৬ দিয়ে ৪ উইকেট নেন বাঁহাতি এই স্পিনার। বৃষ্টির বাগড়ায় ৪২ ওভারে নেমে আসা ম্যাচে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা হয় বেশ বাজে। প্রথম বলেই বোল্ড হয়ে যান মাহফিজুল ইসলাম। শুরুর ধাক্কা কিছুটা সামাল দেন ইফতেখার হোসেন ও প্রান্তিক নওরোজ নাবিল। তাদের ৪০ রানের জুটি ভাঙে রবি কুমারের বলে নাবিল বোল্ড হয়ে ফিরলে। এরপর ইফতেখারের স্টাম্প এলোমেলো করে দেন আউম কানাবার। পরের চার ব্যাটসম্যানও ক্রিজে দাঁড়াতে পারেননি। ১১৫ রানে ৭ উইকেট হারিয়ে দেড়শর আগে গুটিয়ে যাওয়ার শঙ্কায় তখন বাংলাদেশ। এমন সময় ব্যাট হাতে প্রতিরোধ গড়েন আইচ ও আশিকুর। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে বাড়তে থাকে দলের রান, পার হয় দুইশ। ফিফটি স্পর্শ করার পরই সাজঘরে ফেরেন আশিকুর। শেষ ওভারে সেঞ্চুরি থেকে ৭ রান দূরে থাকতে রান আউট হয়ে যান আইচ। ৪১.৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ হয় ২৩৪।
রান তাড়া করতে নামা ভারতকে আগুনে বোলিংয়ে শুরুতেই চেপে ধরেন দুই পেসার তানজিম হাসান ও আশিকুর। নিজের পরপর দুই ওভারে শোয়ান রজার ও আরাধ্য যাদবকে ফিরিয়ে দেন তিনি। তানজিমের শিকার মোহাম্মদ ফাইজ। নাইমুর টিকতে দেননি আনশ গোসাইকে। ১৫ রানে ৪ উইকেট হারিয়ে দিশেহারা ভারতকে পথে ফেরানোর চেষ্টা চালান উদয় সাহারান ও কুশাল তাম্বে। তাদের ৩৩ রানের জুটি ভাঙার পর চোখের পলকে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। শেষ পাঁচ উইকেট স্বাগতিকরা হারায় স্রেফ ৫ রানে। ইনিংসে দলটির হয়ে দুই অঙ্কে যেতে পারেন কেবল দুইজন। যেখানে সর্বোচ্চ উদয়ের ২৬ রান। ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দল ২১.৩ ওভারে ৫৩ রানে অল আউট হয়ে যায়।