ভারতের ২০২৪–২৫ অর্থবছরের নতুন বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। মঙ্গলবার পার্লামেন্টে তৃতীয় মোদী সরকারের পেশ করা প্রথম এই সাধারণ বাজেটে ৯টি অগ্রাধিকারের ক্ষেত্র উল্লেখ করেছেন সীতারমণ। এর মধ্যে প্রথমেই কৃষিখাত এবং যুবকদের কর্মসংস্থানের ওপর জোর দেওয়া হয়েছে। খবর বিডিনিউজের।
কৃষিখাতে ১ লাখ ৫২ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে। কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, বিকাশ ও উন্নয়নের ওপর জোর দেওয়ার পাশাপাশি পাঁচটি রাজ্যে কিষাণ ক্রেডিট কার্ড চালুর প্রস্তাব রাখা হয়েছে বাজেটে। কৃষিক্ষেত্রের সংস্কার ও গবেষণার ওপরও দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব।
ওদিকে কর্মসংস্খানের ক্ষেত্রে ভারতের এক কোটি যুবককে ৫০০টি বড় কোম্পানিতে শিক্ষানবিশ হিসাবে কাজ করার সুযোগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। শিক্ষানবিশ থাকাকালে তারা মাসে ৫ হাজার টাকা করে ভাতা পাবেন। তাছাড়া কর্মসংস্থান বৃদ্ধিতে উৎসাহ দিতে ইপিএফও নিয়ে বড় ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। প্রথমবারের জন্য যারা কর্মচারী ভবিষ্যনিধি প্রকল্পের আওতায় আসবেন, তাদের জন্য এক মাসের বেতন সরকারের পক্ষ থেকে জমা দেওয়া হবে।