ভারতে গত ফেব্রুয়ারি মাসে গরম শতাধিক বছরের রেকর্ড ভেঙেছে। মাসটি ছিল ১৯০১ সালের পর সবচেয়ে বেশি উষ্ণ। আর সামনের দিনগুলোতে তীব্র দাবদাহের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। মার্চ মাস থেকে শুরু করে আগামী মে মাস পর্যন্ত ভারতে এই দাবদাহ দেখা দেওয়ার পূর্বাভাস মঙ্গলবার দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর।
বিশেষ করে গম উৎপাদনকারী মধ্য ও উত্তরের রাজ্যগুলো দাবদাহে পুড়তে পারে। পূর্বাভাস সত্য হলে টানা দ্বিতীয় বছরের মত তীব্র দাবদাহের কবলে পড়বে ভারত। যাতে ব্যাহত হতে পারে গম উৎপাদন। গত বছর প্রচণ্ড গরম এবং বৃষ্টির অভাবে ভারতে গম, রাই, সরিষা ও ছোলার উৎপাদন স্বাভাবিকের চেয়ে অনেক কম হয়েছিল। যা ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। খবর বিডিনিউজের।
তীব্র গরমে বিদ্যুতের চাহিদাও বেড়ে যাবে এবং চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ার দেখা দেবে লোডশেডিং। ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) বিবৃতিতে বলা হয়, মার্চ থেকে মে মৌসুমে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনার কারণে ভারতের মধ্যাঞ্চলের অনেক এলাকা এবং পার্শ্ববর্তী উত্তর–পশ্চিমের রাজ্যগুলোতে তীব্র দাবদাহ দেখা দিতে পারে। বিবৃতিতে আরও বলা হয়, শীতকালে বপন করা ফসলের পরিপক্কতার জন্য মার্চ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ মাসে উপদ্বীপের ইন্ডিয়া অঞ্চল ব্যতীত পুরো ভারতের বেশিরভাগ অংশে সর্বোচ্চ স্বাভাবিক তাপমাত্রার চেয়ে বেশি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে।