ভারতে পালানোর সময় ফজলে করিম চৌধুরী আটক

| বৃহস্পতিবার , ১২ সেপ্টেম্বর, ২০২৪ at ৯:৪৬ পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে বিজিবির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো ক্ষুদেবার্তায় বিষয়টি জানা যায়।

এ বিষয়ে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, ভারতে পালানোর সময় আখাউড়ার গাজীরবাজার থেকে ফজলে করিম চৌধুরীকে আটক করা হয়েছে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। ইতিমধ্যে তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা দায়ের করা হয়েছে।

চট্টগ্রাম-৬ (রাউজান) আসন থেকে ২০০১ সাল থেকে আওয়ামী লীগের মনোনয়নে টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন এবিএম ফজলে করিম চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম : স্বাস্থ্য ও চিকিৎসায় কী নাই কী চাই
পরবর্তী নিবন্ধস্বয়ং চসিকের কর্মচারীরা মানছেন না চসিকের আদেশ!