চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে ভারতে জি–২০ নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন কি না তা এখনও নিশ্চিত নয়, এমন তথ্য জানিয়েছে ভারত ও চীনের সংশ্লিষ্ট সূত্রগুলো। রয়টার্স। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে তিনি নয়াদিল্লি সফর করবেন না এবং তার পরিবর্তে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে পাঠাবেন। খবর বাংলানিউজের।
দু’জন ভারতীয় কর্মকর্তা, চীনে অবস্থানরত একজন কূটনীতিক এবং জি–২০–এর অন্য একটি দেশের সরকারের জন্য কর্মরত একজন কর্মকর্তা জানিয়েছেছন, প্রধানমন্ত্রী লি কিয়াং নয়াদিল্লিতে ৯–১০ সেপ্টেম্বরের বৈঠকে বেইজিংয়ের প্রতিনিধিত্ব করবেন বলে আশা করা হচ্ছে। ভারত ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্ররা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। এদিকে ভারতের হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আগামী মাসে ভারতে অনুষ্ঠেয় জি–২০ শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অংশগ্রহণের বিষয়টি বেইজিং এখনও নিশ্চিত করেনি। বাণিজ্য ও ভূ–রাজনৈতিক উত্তেজনার কারণে দুই পরাশক্তির মধ্যে সম্পর্ক স্থিতিশীল করার চেষ্টায় শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক হওয়ার সম্ভাবনার কথা শোনা গিয়েছিল। গত নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে জি–২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে বাইডেনের সঙ্গে সর্বশেষ বৈঠক করেন শি। আয়োজক ভারতের একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, চীনা প্রেসিডেন্টের বদলে প্রধানমন্ত্রী আসবেন। চীনে দু’জন বিদেশি কূটনীতিক এবং জি–২০–এর আরেকটি দেশের একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, শি সম্ভবত সম্মেলনে যোগ দেবেন না।