ভারতের তীর্থযাত্রায় গিয়ে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের একজন তীর্থযাত্রী নিহত এবং চার শিশুসহ অন্তত ৭০জন কমবেশি আহত হয়েছেন। ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে সংঘটিত এক বাস দুর্ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে।
সূত্র জানিয়েছে, নগরীর নন্দনকানন ইসকন মন্দিরের অধীনে উত্তর ভারতে এক মাসের তীর্থ যাত্রার আয়োজন করা হয়। গত ১৬ মার্চ তীর্থযাত্রীর দলটি চট্টগ্রাম থেকে যাত্রা করে ১৭ মার্চ ভারতে প্রবেশ করে। যাত্রার ২১ তম দিনে গত শনিবার মধ্যরাতে তীর্থযাত্রী বোঝাই দুইটি বাসের একটি দুর্ঘটনার শিকার হয়। কাশির বিশ্বনাথ মন্দির দেখে পুরি যাওয়ার পথে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। ওই সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে পড়ে যায়।
গাড়িতে থাকা তীর্থযাত্রীদের উদ্বৃতি দিয়ে স্থানীয় সূত্র জানিয়েছে, রাতে বাসের ড্রাইভার ঘুমিয়ে যাওয়ায় হেলপার গাড়ি চালাচ্ছিল। মধ্যরাতে বাসটি ভারতের ওড়িশার ভুবনেশ্বরের উত্তরচকে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ননী বালা নাথ নামে একজন তীর্থযাত্রী প্রাণ হারান। তার বাড়ি চকরিয়ার ডুলাহাজারা। ঘটনায় বাসটিতে থাকা ৪ শিশুসহ ৭০জন তীর্থযাত্রীর সকলেই কমবেশি আহত হয়েছেন বলে যাত্রীদের বরাত দিয়ে স্থানীয় সূত্র জানায়। অবশ্য ওড়িশা পুলিশ ১৫জন আহত হওয়ার কথা ভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছে। দুর্ঘটনায় তীর্থযাত্রীদের কারো হাত কারো পা ভেঙে গেছে, কারো মাথা ফেটে গেছে। অনেকের গায়ের চামড়া ছিড়ে গেছে। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। পিপিলী পুলিশের রেসকিউ টিম এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকদের উদ্বৃতি দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে।