ভারতে গিয়ে ‘যোগাযোগ বিচ্ছিন্ন’ এমপি আনার, পুলিশকে জানাল পরিবার

| সোমবার , ২০ মে, ২০২৪ at ৮:০৫ পূর্বাহ্ণ

ভারতে চিকিৎসার জন্য গিয়ে চার দিন ধরে বাড়ির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন ঝিনাইদহ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। গতকাল রোববার সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ বলেন, ১১ মে এমপি আনার চিকিৎসার জন্য ভারতে যান। ১৬ মে থেকে তার সঙ্গে বারবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যাচ্ছে না। এমপির পরিবারের পক্ষ থেকে কয়েকজনকে খোঁজ জানার জন্য ভারতে পাঠানো হয়েছে বলে তিনি জানান। খবর বিডিনিউজের।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইদুল করিম মিন্টু বলেন, শনিবার ঝিনাইদহ১ আসনের উপনির্বাচন নিয়ে দলের জেলা কমিটির বর্ধিত সভা ছিল। ওই সভায় সংসদ সদস্য আনোয়ারুল আজিমের আসার কথা ছিল। তাকে ফোন করেছি। কিন্তু ফোনে যোগাযোগ করতে পারিনি। পরে জানতে পারি তিনি ভারতে গেছেন। তার খোঁজ পাওয়া যাচ্ছে না। বিষয়টি দলের ঊর্ধ্বতন নেতাদের জানিয়েছি। সংসদ সদস্যের সন্ধান চলছে।

জেলার পুলিশ সুপার আজিম উল আহসান বলেন, শনিবার পরিবারের পক্ষ থেকে বিষয়টি তাকে জানানো হয়। তারপর বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। রোববার (গতকাল) বিকাল পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজীম আনার ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে টানা তিনবার আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

পূর্ববর্তী নিবন্ধছেলে শিশুদের যৌন নিপীড়ন, আন্তর্জাতিক সংস্থার তথ্যে শিক্ষক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবাড়ির উঠানে গ্রেনেড নিয়ে খিলছিল শিশুরা, পরে পুলিশ এসে ঘটালো বিস্ফোরণ