ভারতে অক্সিজেন ট্যাঙ্কার লিক হয়ে ২২ করোনা রোগীর মৃত্যু

আজাদী অনলাইন | বুধবার , ২১ এপ্রিল, ২০২১ at ৪:৩৫ অপরাহ্ণ

ভারতের মহারাষ্ট্রের নাসিকের একটি হাসপাতালে ট্যাঙ্কারে লিক হওয়ার পর অক্সিজেন না পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন ২২ করোনা রোগীর মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২১ এপ্রিল) এ ঘটনা ঘটে। বাংলানিউজ
এনডিটিভির খবরে বলা হয়, ঘটনার সময় ঐ হাসপাতালে কমপক্ষে ১৭১ জন করোনা রোগী চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে ৩১ জনকে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। বাকিরা ছিলেন হাসপাতালে।
জেলা কালেক্টর সুরজ মান্ধারে বলেন, “এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে, জাকির হোসাইন মিউনিসিপ্যাল হসাপাতালে অক্সিজেন সরবরাহ ব্যাহত হওয়ার কারণেই ওই ২২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।”
হাসপাতাল সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ১০ জন ঘটনার সময় ভেন্টিলেশনে ছিলেন।
মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপী জানান, অক্সিজেনের ঘাটতির কারণেই ভেন্টিলেশনে থাকা রোগীদের মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে কুমিল্লার অপহৃত মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধদেশে করোনায় একদিনে আরও ৯৫ জনের মৃত্যু