রাশিয়ার সেনাবাহিনীতে নিয়োগকৃত ভারতীয়দের ফেরত পাঠানোর জন্য ভারতের জানানো অনুরোধে সাড়া দিয়ে বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে মস্কো। সমপ্রতি ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, রাশিয়া সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরোধে রাশিয়ার সেনাবাহিনীতে কর্মরত সব ভারতীয়কে ছেড়ে দিতে সম্মত হয়েছে মস্কো। খবর বিডিনিউজের।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে সোমবার দুই দিনের রাষ্ট্রীয় সফরে মস্কো গিয়েছিলেন মোদী। সেখানে পুতিনের সঙ্গে এক নৈশভোজে তিনি ইউক্রেনে যুদ্ধরত রুশ বাহিনীর হয়ে ভারতীয়দের অংশগ্রহণের বিষয়টি তুলেন বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।
এই বিষয়ে রাশিয়ার সরকারের পক্ষ থেকে প্রথম মন্তব্যে ভারতে রাশিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্স রোমান বাবুশকিন বুধবার বলেন, মস্কো কখনোই চায়নি যে ভারতীয়রা রাশিয়ান সেনাবাহিনীর অংশ হোক আর যুদ্ধের প্রেক্ষাপটে তাদের সংখ্যাও নগণ্য। সংবাদ সম্মেলনের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আশা করছি শিগগিরই বিষয়টির সমাধান হবে। রাশিয়া তাদের সামরিক বাহিনীতে কর্মরত ভারতীয় নাগরিকদের দ্রুত ছেড়ে দেওয়ার ও দেশে ফেরত পাঠানোর প্রতিশ্রুতি দেওয়ার একদিন পর বাবুশকিন মন্তব্য করলেন। বাবুশকিন উল্লেখ করেছেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা কখনোই চাইনি ভারতীয়রা রাশিয়ার সেনাবাহিনীর অংশ হোক। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতীয়দের সৈন্য হিসেবে নিয়োগ দেওয়ার ঘটনাটি পুরোপুরি বাণিজ্যিক বিষয় ছিল বলে দাবি করেছে রাশিয়া। বাবুশকিন বলেন, বেশিরভাগ ভারতীয়কে বাণিজ্যিক ব্যবস্থার অধীনে নিয়োগ করা হয়েছিল কারণ তারা অর্থ উপার্জন করতে চেয়েছিল।
বাবুশকিন বলেন, ভারতীয় সৈন্যদের সংখ্যা কতই বা হবে, ৫০, ৬০ বা ১০০ জন। ইউক্রেন যুদ্ধের মতো বড় ধরণের সংঘাতের প্রেক্ষাপটে এই সামান্য সংখ্যা কোনও বিশেষ তাৎপর্য রাখে না। বাবুশকিন আরও জানান, সাপোর্ট স্টাফ হিসেবে নিয়োগ পাওয়া ভারতীয়দের বেশিরভাগই অবৈধভাবে কাজ করছেন কারণ তাদের কাজ করার মতো উপযুক্ত ভিসা নেই।