ভারতীয় নাগরিক হলে অবশ্যই ফেরত নিতে হবে

পুশ ইন নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা

| বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫ at ৭:৫৩ পূর্বাহ্ণ

দুদেশের মধ্যে থাকা বিদ্যমান ব্যবস্থাপনার বাইরে সীমান্ত দিয়ে লোকজনকে ঠেলে দেওয়া বা ‘পুশ ইন’ বিষয়ে ভারতকে চিঠি পাঠানোর কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারত থেকে লোকজন বাংলাদেশে ঠেলে দেওয়ার ঘটনায় দিল্লিকে পাঠানো চিঠির বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, চিঠি দেওয়ার একদিনেই উত্তর চলে আসবে, সেটা প্রত্যাশা করব না। তারা তাদের অবস্থান কিছুটা জানিয়েছে এবং আমাদের অবস্থান তাদের কাছে ব্যাখ্যা করেছি যে, এভাবে দেওয়াটা যে ঠিক নয়, এটা আমাদের দিক থেকে বুঝাচ্ছি। এ সংক্রান্ত মানসম্পন্ন পরিচালনা ব্যবস্থা থাকার কথা বলে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে, বলেন উপদেষ্টা। তিনি বলেন, তারা তাদের কিছু তালিকা দিয়েছে, আমরা সেই তালিকাগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যাচাই করছি। খবর বিডিনিউজের।

এ বিষয়ে আরেক প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দিল্লির সাথে আমাদের যোগাযোগ অব্যাহত আছে এবং আমরা চেষ্টা করছি যাতে নিয়মের বাইরে কোনো কিছু না ঘটে। যেসব রোহিঙ্গাকে ঠেলে পাঠানো হয়েছে তাদের একইভাবে তাদের ভারতে ফেরত পাঠানো হবে কিনা, এমন প্রশ্নে তিনি বলেন, এ ব্যাপারে সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত আমার কাছে এখন পর্যন্ত নেই। আমরাতো সাধারণত ঠেলে ফেরত পাঠাই না। তবে, বিষয়টা হল, যারা ভারতীয় নাগরিক বলে প্রমাণিত অবশ্যই তাদেরকে ফেরত নিতে হবে।

পূর্ববর্তী নিবন্ধকুলগাঁওয়ে নকল যৌন উত্তেজক ওষুধ তৈরি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধফয়’স লেকস্থ দারুল হুদা দরবারে ইছালে ছাওয়াব মাহফিল কাল