পশ্চিমবঙ্গের মালদহ জেলায় রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় থাকা গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বাহনটির কাচ ভেঙে দেওয়া হয়েছে। গতকাল বুধবার হরিশ্চন্দ্রপুর থানার দেওয়ানগঞ্জের কাছে ঘটনাটি ঘটে। খবর বাংলানিউজের।
এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ভারতের বিহার থেকে পশ্চিমবঙ্গের মালদহ জেলায় রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা প্রবেশ করেছে। সেখানে একটি সভা ও রোড–শো করার কথা রয়েছে জাতীয় কংগ্রেসের এ নেতার। যাত্রাটি হরিশ্চন্দ্রপুর থানার দেওয়ানগঞ্জের কাছে গেলে জনতার চাপে পড়েন রাহুল। এ সময় তার গাড়িতে হামলা হয়। দুর্বৃত্তরা তার গাড়ির পেছনের কাচ ভেঙে ফেলেছে। এ সময় রাহুলের সঙ্গে গাড়িতে কংগ্রেসের সংসদ সদস্য অধীর রঞ্জন চৌধুরীও ছিলেন। ঘটনার সঙ্গে সঙ্গে দুজনই গাড়ি থেকে নেমে পড়েন। অধীর রঞ্জন চৌধুরী ঘটনার ব্যাপারে জানান, পশ্চিমবঙ্গের বিহার সীমান্তের কাটিহার এলাকা দিয়ে মালদহ জেলায় ভালুকায় ঢুকেছিলেন রাহুল।