ভারত ও পাকিস্তানকে সংযম প্রদর্শনের আহ্বান বাংলাদেশের

| বৃহস্পতিবার , ৮ মে, ২০২৫ at ৬:৪১ পূর্বাহ্ণ

যুদ্ধাবস্থার মধ্যে ভারত এবং পাকিস্তান উভয় দেশকে শান্ত থাকার এবং সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। গতকাল বুধবার বাংলাদেশের অবস্থান জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ভারত এবং পাকিস্তানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার। এ পরিস্থিতি নিয়ে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে। এবং উভয় দেশকে শান্ত থাকার, সংযম প্রদর্শনের এবং পরিস্থিতি ঘোলাটে করে এমন পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে। খবর বিডিনিউজের।

বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আঞ্চলিক শান্তি, প্রগতি এবং স্থিতিশীলতার মনোভাব থেকে বাংলাদেশ আশা করছে, কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে উত্তেজনা কমে আসবে এবং এ অঞ্চলের মানুষের মঙ্গলের স্বার্থেই শান্তি বজায় থাকবে।

পূর্ববর্তী নিবন্ধভারত-পাকিস্তান সংঘাত : ঢাকামুখী ৩ ফ্লাইটের পথ পরিবর্তন
পরবর্তী নিবন্ধপাকিস্তান তার নিজস্ব সময় ও পদ্ধতিতে প্রতিক্রিয়া জানানোর অধিকার রাখে : শাহবাজ শরিফ