ভাটিয়ারীতে দশ টন জাটকা ইলিশসহ আটক ১

জরিমানা ও দণ্ড

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৯ মে, ২০২৩ at ৬:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ভাটিয়ারীতে ঢাকাচট্টগ্রাম মহাসড়কের বিএম স্কুল সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় ১০ টন জাটকা ইলিশসহ মো. ইদ্রিস নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তাকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা ও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। গতকাল এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। ডিবি পুলিশ ও জেলা মৎস্য অফিসের কর্মকর্তাও উপস্থিত ছিলেন। ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, মো. ইদ্রিস হানগরীর ফিশারী ঘাট ও দোভাস ঘাট থেকে জাটকা ইলিশ সংগ্রহ করে কাভার্ডভ্যানে করে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। খবর পেয়ে আমরা অভিযানটি পরিচালনা করি। আটককৃত জাটকা ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জেলা প্রশাসকের নির্দেশে জনস্বার্থে এমন মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধজাহানারা মমতাজ বালিকা বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা উপকরণ বিতরণ
পরবর্তী নিবন্ধপুকুরে বিদ্যুতের ছেঁড়া তার, গোসলে নেমে নারীর মৃত্যু