সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ৩০০ পিস ইয়াবাসহ মো. পারভেজ (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত পৌনে ১১টার সময় ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাটস্থ মহাসড়কের পাশে ব্র্যাক ব্যাংকের সামনে থেকে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পুলিশ তাকে আটক করে। আটক পারভেজ ভাটিয়ারী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের হাসনাবাদ গ্রামের মোল্লা বাড়ির মো. নুরুন্নবীর পুত্র। ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই সামিউল বলেন, গোপন সংবাদের সূত্রে আমরা পারভেজকে আটক করতে গেলে সে পালিয়ে যাওয়ায় চেষ্টা করে, দৌঁড়ে তাকে ধরে তল্লাশি করলে তিনশ পিস ইয়াবা পাওয়া যায়। জব্দকৃত ইয়াবাসহ আটক আসামিকে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।












