ভাটিয়ারী ইউপির সাবেক চেয়ারম্যান ইছহাকের ইন্তেকাল

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:৫১ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আল সাফা স্টিল লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইসহাক (৭৭) বুধবার রাত ৮টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে রাজেউন)। তাঁর পিতার নাম মৃত আবদুল ওহাব। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

মৃত্যুকালে তিনি তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে যান।

আজ বেলা ১১ টায় বাড়ি সংলগ্ন ভাটিয়ারী বিএমএ গেটস্থ টিএনটি মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার বড় ছেলে নাজমুল হোসাইন।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু ও সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরীসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধমোহাম্মদ আবদুল কাদের মজুমদার
পরবর্তী নিবন্ধঅধ্যাপক এ কে এম জাকারিয়া