ভাটিয়ারিতে প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হল ২৪ পদাতিক ডিভিশনের ম্যারাথন

শরীরচর্চা ও শারীরিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ: জিওসি মীর মুশফিকুর

| রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ২:০৫ অপরাহ্ণ

২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান বলেন, ‘সুন্দর ও সুস্থ বাংলাদেশ গড়তে শরীরচর্চা ও শারীরিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শারীরিক দক্ষতার বিভিন্ন ইতিবাচক দিকগুলো তুলে ধরেন এবং বিজয়ী ও অংশগ্রহণকারী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।’

বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় চট্টগ্রাম ১০ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে গতকাল তিনি এ কথা বলেন। প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ৩৭.৩৯ মিনিট সময় নিয়ে প্রথম হন মো. ফরিদ। দ্বিতীয় দ্য ঈগল ও তৃতীয় স্থান লাভ করেন মো. ইমরান হাসান। নারী বিভাগে ৪৮.৪৫ মিনিট সময় নিয়ে প্রথম হন শ’লিন সিগমা, দ্বিতীয়

হামিদা আক্তার জেবা ও তৃতীয় স্থান লাভ করেন তাবাস্সুম ফেরদৌস। শনিবার সকালে ‘রান ফর বেটার বাংলাদেশ’ স্লোগানে অনুষ্ঠিত এ ম্যারাথন চট্টগ্রাম ক্যান্টনমেন্টের ভাটিয়ারিস্থ ক্যাফে টুয়েন্টি ফোরের সামনে থেকে ম্যারাথন শুরু হয়।

সেনাবাহিনী, নৌবাহিনী ও সাধারণ মানুষসহ প্রায় ১৩০০ জন দৌঁড়বিদ প্রতিযোগিতায় অংশ নেন। এতে ১৪ থেকে শুরু করে ৫০ বছর বয়সী মানুষের উপস্থিতি ছিল। বিভিন্ন বয়স ও পেশাজীবী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং প্রতিযোগিতামূলক মনোভাবের কারণে ইভেন্টটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয়।

ভোর ৬টায় শুরু হয়ে গলফ রাউন্ড ঘুরে ভাটিয়ারি হাটহাজারী লিংকরোডস্থ ক্যাফে ২৪-এ গিয়ে শেষ হয় এই প্রতিযোগিতা।

অংশগ্রহণ শেষে ক্লান্ত কিন্তু সতেজ মনোবলে অংশগ্রহণকারীদের অনেকেই বলেন, শরীর ও মনকে সতেজ রাখতে দৌড়ের বিকল্প নেই। এ ধরনের প্রতিযোগিতা স্বাস্থ্য যেমন উন্নত করে তেমনি একে অপরের সাথে যোগাযোগ বৃদ্ধিতেও ভূমিকা রাখে। অংশগ্রহণকারী সকলেই আয়োজক বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান। একইসাথে এ ধরনের আয়োজন নিয়মিত করারও অনুরোধ করেন।

প্রতিযোগিতা শেষে সেরা ২৫ জন দৌড়বিদকে নারী ও পুরুষ ক্যাটাগরিতে পুরস্কৃত করেন প্রধান অতিথি। অংশগ্রহণকারী সকলকে রেসকিট, রেস মিল এবং সম্পন্নকারীদের মেডেল ও সনদ প্রদান করা হয়। বিজয়ীগণকে বিভিন্ন অংকের অর্থ পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি।

প্রতিযোগতায় বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ক’জন প্রতীকী অংশগ্রহণ করেন। পরে তাদের হাতে সৌজন্য পুরস্কার তুলে দেয়া হয়। পরিশেষে প্রতিযোগিতাটিকে সাফল্য মন্ডিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বর্ণিল অনুষ্ঠানের সমাপ্তি টানেন প্রধান অতিথি।

পূর্ববর্তী নিবন্ধচট্রগ্রামে শুরু হলো ৩৩তম ইবিএল-বিজিসিসি শৌখিন গলফ টুর্নামেন্ট
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে ওলামা লীগের সভাপতিসহ গ্রেফতার দুই