ভাঙা হলো একটি ভবনের অননুমোদিত অংশ, ১০তলা ভবন সিলগালা

মোমিন রোড ঝাউতলায় সিডিএর অভিযান

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৭ জানুয়ারি, ২০২৬ at ১০:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অভিযানে গতকাল একটি ছয়তলা ভবনের অননুমোদিত ৫ম ও ৬ষ্ঠ তলা ভেঙে দেয়া হয়েছে। একইসাথে নির্মাণাধীন একটি ১০তলা ভবন সিলগালা করা হয়। গতকাল সোমবার নগরীর মোমিন রোডের ঝাউতলা সেবক কলোনি সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীন ও অথরাইজড অফিসার২ তানজিব হোসেন। অভিযানে ১টি ছয় তলা ভবনের অননুমোদিত ৫ম ও ৬ষ্ঠ তলা ভেঙে দেওয়া হয় এবং উক্ত ভবনের মালিকগণকে ১২ লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়। এছাড়া উক্ত এলাকার জনৈক শাহাবুদ্দিনের মালিকানাধীন নির্মাণাধীন একটি ১০তলা ভবন সিলগালা করা হয়।

অথরাইজড অফিসার তানজিব হোসেন বলেন, চট্টগ্রাম মহানগরীকে পরিকল্পিত নগরী হিসাবে গড়ে তুলতে সিডিএর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় কোতোয়ালী থানাধীন ঝাউতলা এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে অন্যদের মধ্যে সহকারী অথরাইজড অফিসার মোহাম্মদ ইলিয়াছ আক্তার, মোহাম্মদ হামিদুল হক, ইমারত পরিদর্শক মোহাম্মদ তোফায়েল হোসেন, বিমান বড়ুয়া, এ এস এম মিজান, মোহাম্মদ শাহদাত হোসাইন, সৈকত চন্দ্র পাল, গৌরাঙ্গ চন্দ্র পাল, মিথু চৌধুরী প্রমুখ অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধ‘যে গতিতে এগোনোর কথা সেটা পারছি না, সিরিয়াস হতে হবে’
পরবর্তী নিবন্ধমাঠে খেলতে আসা শিশুদের কান ধরে ওঠবস করানোর ঘটনায় সমালোচনা