ভাগ্নিকে উত্যক্তের প্রতিবাদ করায় মামা-মামীর ওপর হামলা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৮ সেপ্টেম্বর, ২০২১ at ৮:২০ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় ভাগ্নিকে উত্যক্তের প্রতিবাদ করায় মামা ও মামীর ওপর হামলা করেছে কয়েকজন সন্ত্রাসী। আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আধুরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

ঘটনায় উপজেলার উত্তর ঘাটচেক ৫ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা আহত মো. পারভেজ(৩৪) ও তার স্ত্রী বিলকিছ আক্তারকে(২৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

চিকিৎসা শেষে সন্ধ্যার দিকে বিলকিছ আক্তার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের আধুরপাড়া এলাকার আনজু মিয়াকে বিবাদী করে রাঙ্গুনিয়া থানায় অভিযোগ করেছেন।

অভিযোগে জানা যায়, প্রবাসী মো. পারভেজ ও তার স্ত্রী বিলকিছ আক্তার আজ মঙ্গলবার সকালে চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের আধুরপাড়া এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। পথে স্থানীয় আনজু মিয়া পারভেজের ভাগ্নি শাহিন আক্তারকে(১৭) উত্যক্ত করে। শাহিনের মামা পারভেজ ও মামী বিলকিছ প্রতিবাদ করলে আনজু মিয়াসহ স্থানীয় ৪-৫ জন ব্যক্তি তাদের ওপর হামলা করে।

হামলায় পারভেজের মাথা ও বিলকিছ আক্তারের হাতে জখম হয়। ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

অভিযুক্ত আনজু মিয়ার বক্তব্য নিতে চাইলে তিনি হামলার ঘটনা এড়িয়ে গিয়ে উল্টো পারভেজের কাছে টাকা পাবেন দাবি করেন।

রাঙ্গুনিয়া থানার কর্তব্যরত অফিসার এসআই মো. সফিউল্লাহ বলেন, “ঘটনার বিষয় নিয়ে একটা অভিযোগ পেয়েছি। তদন্ত করে দেখা হচ্ছে।”

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় ৪৫ লাখ টাকার ইয়াবা সহ গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধ১০০ নম্বরের পরীক্ষায় প্রথমজন পেয়েছেন ১৯৬