ভাউচার ছাড়াই টাকা আত্মসাতের সত্যতা পেলো দুদক

কেজিডিসিএলে অভিযান

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২২ মার্চ, ২০২৪ at ৪:৫৯ পূর্বাহ্ণ

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড চট্টগ্রামে অভিযান চালিয়েছে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম১। অভিযানে ভুয়া বিল ভাউচার ব্যবহার করে এবং কোনো কোনো সময় কোনো ধরনের বিল ভাউচার ছাড়াই বিভিন্ন খাত ব্যবহার করে অর্থ আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. মোজাহার আলীর বিরুদ্ধে ২০২১২০২২ অর্থবছরে কর্মকর্তাকর্মচারীদের ডব্লিউপিপিএফ/বিপিপিই এবং এফডিআরের ইন্টারেস্টসহ দুই কোটি ৭৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে গতকাল এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযোগের বিষয়বস্তু নিয়ে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি যথাক্রমে মহাব্যবস্থাপক (হিসাব), উপ মহাব্যবস্থাপক (বাজেট) এবং উপব্যবস্থাপককে (বাজেট, ফান্ড, ওয়েলফেয়ার) জিজ্ঞাসাবাদ করা হয়। এ বিষয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম১ এর সহকারী পরিচালক এনামুল হক আজাদীকে বলেন, অভিযানে ভুয়া বিল ভাউচার ব্যবহার করে এবং কোনো কোনো সময় কোনো ধরনের বিল ভাউচার ছাড়াই বিভিন্ন খাত ব্যবহার করে অর্থ আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন শীঘ্রই কমিশন বরাবর দাখিল করা হবে এবং কমিশনের নির্দেশনা মোতাবেক পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধইয়াহিয়া জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন
পরবর্তী নিবন্ধঅটো ট্রাফিক সিগন্যালিং প্রকল্প বাস্তবায়ন কবে