ভাইয়ের কোপে ভাই জখম! উঠানে পাইপ বসানোর বিরোধে রণক্ষেত্র মুহুরী বাড়ি

মামলা

| সোমবার , ২১ এপ্রিল, ২০২৫ at ৫:১৫ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ঘটে গেল এক ভয়ংকর রক্তাক্ত সংঘর্ষ। অভিযোগ উঠেছে, এক ভাইকে দা ও লোহার রড দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে তারই সেজ ভাই, সেজ ভাইয়ের বৌ ও ভাতিজি।

ঘটনাটি ঘটেছে (১৪ই এপ্রিল) রাত আনুমানিক ৮টা নাগাদ পটিয়া থানাধীন ৪নং ওয়ার্ড দক্ষিণ ভূর্ষি গ্রামের অনিল মুহুরীর বাড়ির উঠানে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ঐদিন রাতে অনিল মুহুরীর ছোট ভাই কাজল মুহুরী (৫৮) পারিবারিক জমির নিচে পানির পাইপ বসাতে গেলে অভিযুক্ত সেজ ভাই দীপক মুহুরী (৫৫) তাকে বাধা দেন। কথাকাটাকাটির এক পর্যায়ে দীপকের স্ত্রী শান্তা মুহুরী (৫২), মেয়ে চৈতী মুহুরী (২১) এবং অজ্ঞাত পরিচয় দুই সঙ্গী নিয়ে বেআইনি জনতা তৈরি করে অতর্কিতে হামলা চালায় কাজলের ওপর।

অভিযোগে বলা হয়, দীপক মুহুররি হাতে থাকা দা-এর উল্টো দিক দিয়ে কাজলের পিঠে সজোরে আঘাত করেন। শান্তা দুই হাতে তার গলা চেপে ধরেন, তাকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয়। চৈতী লাঠি নিয়ে একের পর এক আঘাত করে কাজলের বাহু ও কোমরে। কাজলের চিৎকারে বড় ভাই অনিল মুহুরী এগিয়ে এলে তাকেও মাথায় দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। মুখে লোহার রডের আঘাতে ফুলে যায় চোখের নিচের অংশ। এমনকি, শান্তা মুহুরী অনিলের শার্টের পকেটে থাকা ৯ হাজার টাকা ছিনিয়ে নেন বলেও অভিযোগ।

স্থানীয়রা ও পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে নিয়ে যান পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে বাদী অনিল কুমার মুহুরী পটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

পটিয়া থানার তদন্তকারী কর্মকর্তা সমির মহোদয় বলেন, “ঘটনার বিষয়ে মামলা গ্রহণ করা হয়েছে, তদন্ত চলছে। প্রাথমিকভাবে পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে মনে হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে তিন শিশুকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
পরবর্তী নিবন্ধকালবৈশাখী ঝড়ে মীরসরাইয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি