সাবেক ছাত্রলীগ নেতাকে মারধরে সম্পৃক্ত থাকার অভিযোগ তুলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রভাষক পদে ভাইভা দিতে আসা এক শিক্ষক প্রার্থীকে মারধর করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের একটি অংশ।
গতকাল সোমবার বিকাল সাড়ে চারটার দিকে পুলিশি হেফাজতে ক্যাম্পাস ত্যাগকালে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। মারধরের শিকার শিক্ষক প্রার্থী নূর হোসেনের কক্সবাজার জেলার উখিয়া উপজেলার আঞ্জুমান পাড়ার মরহুম রশিদ আহমদের ছেলে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০০৩–০৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তবে মারধরের বিষয়টি অস্বীকার করেছেন শাখা ছাত্রলীগের সহ–সভাপতি প্রদীপ চক্রবর্তী দুর্জয়। তিনি বলেন, তাকে মারধর করা হয়নি। সে কিছু সরকার বিরোধী পোস্ট করেছে সেগুলো নিয়ে শীঘ্রই একটা অভিযোগ জমা দেব।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া বলেন, কয়েকজন বিক্ষুব্ধ ছাত্রলীগ কর্মী ওই শিক্ষক প্রার্থীর ব্যাপারে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে তাদের হাত থেকে রক্ষা করি। তাছাড়া নিয়ম অনুযায়ী যে কেউ নিয়োগ বোর্ডে অংশ নিতে পারবে। এক্ষেত্রে প্রার্থীর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ থাকলে তা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত আকারে দিতে হবে।
হাটহাজারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন সবুজ এ বিষয়ে বলেন, তার বিরুদ্ধে কোনো মামলা বা কেউ অভিযোগ করেনি। ওই শিক্ষক প্রার্থী চলে গিয়েছেন।
অভিযোগ করা হয়েছে এর আগে, সকাল ১০টার দিকে ভিসির সভাকক্ষের ওয়েটিং রুমে শাখা ছাত্রলীগের উপপক্ষ ভিএঙ এর কয়েকজন কর্মী এসে প্রথম দফায় মারধর করে তাকে। এক পর্যায়ে প্রক্টরিয়াল বডি এসে তাকে উদ্ধার করে।










