বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান মাদক মামলায় গ্রেফতার হয়ে জেল হেফাজতে রয়েছে। গত ২ অক্টোবর একটি প্রমোদতরী থেকে আরিয়ানকে আটক করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। অন্যদিকে শাহরুখ কন্যা সুহানা খান সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয়। তবে ভাইয়ের গ্রেফতারের পর কোনো পোস্ট করেননি তিনি। অবশেষে গতকাল শুক্রবার ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন সুহানা। যদিও তার এই পোস্ট ভাইকে নিয়ে নয়। শুক্রবার শাহরুখ পত্নী গৌরী খানের জন্মদিন। মাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতেই সুহানার এই পোস্ট। শাহরুখ ও গৌরীর একটি ছবি পোস্ট করেছেন সুহানা।