ভবিষ্যতের শহর বানাচ্ছে সৌদি

থাকবে না গাড়ি-রাস্তা

| মঙ্গলবার , ১২ জানুয়ারি, ২০২১ at ৭:০৪ পূর্বাহ্ণ

কোনও গাড়ি নেই, রাস্তা নেই। স্বাভাবিক ভাবেই থাকবে না দূষণও। এমনই এক শহর তৈরি করতে চলেছে সৌদি আরব। রবিবার সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের এই ঘোষণার পরেই বিশ্ব জুড়ে এই শহর নিয়ে কৌতূহল তুঙ্গে। প্রায় ২৬ হাজার ৫০০ বর্গকিলোমিটার জুড়ে তৈরি হবে এই শহর। লোকসংখ্যা হবে ১০ লক্ষের মতো।
২০১৭ সালে সৌদি সরকার ‘নিয়োম’ প্রকল্পের ঘোষণা করে। এই প্রকল্পেই নতুন শহর তৈরির ঘোষণা হয়েছিল। কিন্তু নানা জটিলতায় সেই প্রকল্প এত কাল দিনের আলো দেখেনি। তবে এ বার শুরু হচ্ছে নির্মাণ কাজ। সালমান ঘোষণা করেছেন, ‘নিয়োম’ প্রকল্পের অধীনে সৌদি আরবের উত্তর পশ্চিমে লোহিত সাগরের তটবর্তী এলাকায় গড়ে উঠবে এই ‘ভবিষ্যতের শহর’। তিনি বলেন, শহরে থাকবে না কোনও যানবাহন, কোনও রাস্তা এবং কোনও কার্বন নির্গমণ। অর্থাৎ গড়ে তোলা হবে প্রাকৃতিক পরিবেশে দূষণহীন এক শহর।
শহরের নাম দেওয়া হয়েছে ‘দ্য লাইন’। সালমান বলেন, গতানুগতিক শহরের ধারণাকে পাল্টে আমাদের উচিত ভবিষ্যতের কথা ভাবা। আর সেই ভবিষ্যতের ভাবনাতেই দূষণমুক্ত শহর তৈরির উদ্যোগ। মার্চ মাস থেকেই শুরু হচ্ছে নির্মাণ, জানিয়েছেন সৌদি যুবরাজ। কিন্তু প্রশ্ন হল, কোনও গাড়ি না চললে মানুষ যাতায়াত করবেন কী ভাবে। সেই বিষয়টি অবশ্য এখনও স্পষ্ট নয়। তবে জানানো হয়েছে, শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে ২০ মিনিটের বেশি সময় লাগবে না। কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স)-র ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই শহরে। ‘নিয়োম’-এর একটি বিবৃতিতে বলা হয়েছে, এই শহরে ১০০ শতাংশ দূষণমুক্ত বিদ্যুৎ উৎপাদন হবে, যা শহরবাসীর জন্য এক স্বাস্থ্যকর পরিবেশ উপহার দেবে। সূত্র আনন্দবাজার পত্রিকা।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বে শনাক্ত রোগী ছাড়াল ৯ কোটি
পরবর্তী নিবন্ধভারতের মানচিত্র থেকে জম্মু – কাশ্মীরকে বাদ দিলো ডব্লিউএইচও!