ভবিষ্যতের মহামারী হতে পারে আরও প্রাণঘাতী

| মঙ্গলবার , ৭ ডিসেম্বর, ২০২১ at ১১:১৮ পূর্বাহ্ণ

আগামী দিনের মহামারী করোনাভাইরাস সংকটের চেয়েও বেশি প্রাণঘাতী হতে পারে বলে সতর্ক করেছেন অক্সফোর্ড-এস্ট্রাজেনেকার কোভিড টিকা উদ্ভাবনকারী বিজ্ঞানীদের অন্যতম প্রফেসর সারা গিলবার্ট। খবর বিডিনিউজের।
অক্সফোর্ডের ৪৪তম রিচার্ড ডিম্বলবি লেকচারে গিলবার্ট একথা বলেছেন। তিনি বলেন, মহামারী ঠেকানোর প্রস্তুতিতে আরও অর্থ প্রয়োজন। প্রাণঘাতী এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে যে অগ্রগতি হয়েছে তা হারিয়ে যেতে দেওয়া উচিত নয়। বিবিসি জানায়, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়েও সতর্কতা উচ্চারণ করে গিলবার্ট বলেছেন, এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে টিকা কম কার্যকর হতে পারে। এ ভাইরাস সম্পর্কে বিস্তারিত জানা না যাওয়া পর্যন্ত সচেতনতা অবলম্বন করা উচিত। তিনি বলেন, আমাদের জীবন-জীবিকাকে হুমকিতে ফেলা এই ভাইরাসই শেষ নয়। প্রকৃত সত্য হল- এর পরে আরও খারাপ ভাইরাস আসতে পারে, যা হতে পারে আরও বেশি মাত্রায় সংক্রামক অথবা প্রাণঘাতী কিংবা দুই-ই।
ওমিক্রন সম্পর্কে তিনি বলেন, এর স্পাইক প্রোটিনে রূপান্তর ঘটার কারণে এ ভাইরাস অধিক মাত্রায় সংক্রামক। তথ্য উপাত্ত থেকে বোঝা যায়, এই ধরনটি কোভিড টিকা এবং দেহের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে এড়িয়ে যেতে পারে। তবে এতে যে গুরুতর অসুস্থতা কিংবা মৃত্যুর ক্ষেত্রে টিকার সুরক্ষা মিলবে না তাও নয়।
তাই যতক্ষণ পর্যন্ত এই ভাইরাস সম্পর্কে বিস্তারিত জানা না যাবে ততক্ষণ পর্যন্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে গিলবার্ট বলেন, এমন সব পদক্ষেপ নেওয়া উচিত যাতে এই ভ্যারিয়েন্টের বিস্তার কমানো যায়।
# একাধিক চ্যালেঞ্জের মোকাবিলা করতে চায় তার নেতৃত্বাধীন নতুন জোট। এসপিডি ও এফডিপি নতুন জোট গড়ার লক্ষ্যে কোয়ালিশন চুক্তি অনুমোদন করেছে। গতকাল সোমবার সবুজ দলও ভোটাভুটির মাধ্যমে সেই আনুষ্ঠানিকতা সেরে ফেলছে। তিন দলের ‘ট্রাফিক লাইট কোয়ালিশন’ বুধবারই ক্ষমতা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। সেদিন জার্মান পার্লামেন্টের নিম্ন কক্ষ বুন্ডেসটাগ এসপিডি নেতা ওলাফ শলৎসকে চ্যান্সেলর হিসেবে নির্বাচিত করবে। নতুন মন্ত্রিসভাও এদিন শপথ নিতে পারে। তার আগে মঙ্গলবার তিন দল ১৭৭ পাতার কোয়ালিশন চুক্তি স্বাক্ষর করবে।

পূর্ববর্তী নিবন্ধজার্মান চ্যান্সেলর হিসেবে কাল শপথ নেবেন শলৎস
পরবর্তী নিবন্ধদোয়া কামনা