ভবিষ্যতের পুঁজি হচ্ছে বর্তমান

সাইফুল্লাহ কায়সার | বুধবার , ৫ জুলাই, ২০২৩ at ৭:১০ পূর্বাহ্ণ

ভবিষ্যতের পুঁজি হচ্ছে বর্তমান। বর্তমানকে বাদ দিয়ে ভবিষ্যৎ চিন্তা করা যায় না। কারণ বর্তমান সফল হলে ভবিষ্যৎ উজ্জ্বল হবে। সময়ের সাথে সাথে জীবনের চাকাটা ফুরিয়ে যায়। তাই সময়কে অবহেলা নয়, মূল্যায়ন করতে হবে। মনে রাখতে হবে এই পৃথিবীতে প্রতিটা মুহূর্তই খুবই গুরুত্বপূর্ণ। হাতের কাছে ভালো যা কিছু থাকে তাই লুফে নেওয়া বুদ্ধিমানের কাজ। কোনো কিছুকে অবহেলা করতে নেই। সময়কে ভালোবাসতে হবে। আমাদের মধ্যে অনেককে দেখি হা হুতাশ করতে অমুক চাকরিতে আমার চেয়ে বেতন বেশি পায়, আমি কেন পাচ্ছি না। তার চেয়ে আমার যোগ্যতা অনেক বেশি। আর এভাবে হতাশায় তারা ভুগতে থাকে। যারা এধরনের চিন্তা করে তারা জীবনে উন্নতি করতে পারে না। তাদের জীবন হয় দুর্বিষহ। মহামনীষীদের জীবনী পড়লে বুঝা যায়, তারা সময়কে কখনো অবমূল্যায়ন করেনি। তারা প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিয়েছেন। সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (.) সময়ের প্রতি খুবই যত্নবান ছিলেন। সময়কে কখনো অপচয় করেননি। পৃথিবীর উত্তর হতে দক্ষিণ, পূর্ব হতে পশ্চিম সবখানে ইসলামের প্রচার প্রসার ঘটেছে সময়কে মূল্যায়ন করার কারণে। আরেক মনীষী সিদ্ধার্থ গৌতম বা গৌতম বুদ্ধ তিনি সময়কে ধারণ করে নতুন একটি ধর্ম আবিষ্কার করেন। যে ধর্মকে বলা হয় বৌদ্ধ ধর্ম। ভবিষ্যতের আশায় কোনো কাজকে খাটো করে দেখতে নেই। সময়ের সাথে আমাদেরকে এগিয়ে যেতে হবে।

পূর্ববর্তী নিবন্ধমুখোশের আড়ালে
পরবর্তী নিবন্ধএকাত্তরের ২০ মে : সেদিন চুকনগরে কী ঘটেছিল?