ভবনের সিঁড়ির পলেস্তারা খসে পড়ে আহত ৩

সেবক কলোনি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৪ জানুয়ারি, ২০২৩ at ৪:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাদারবাড়ি সেবক কলোনির একটি ভবনের সিঁড়ির ছাদের পলেস্তারা খসে পড়েছে। এতে তিনজন আহত হয়। আহতরা হচ্ছেন হৃদয় দাস, রোহিত দাস ও চান্দি ভালা দাস। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর পর ফায়ার সার্ভিস ও সদরঘাট থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। এঘটনায় ভবনটির বাসিন্দাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম দৈনিক আজাদীকে বলেন, সামান্য আহত হয়েছেন, কেউ গুরুতর নন। তারা সুস্থ আছেন। এ কর্মকর্তা বলেন, নতুন ভবন নির্মাণের কাজ চলছে। নতুন নির্মাণ না হওয়া পর্যন্ত অস্থায়ীভাবে ঘর নির্মাণ করে তাদের সেখানে যেতে বললেও যাচ্ছে না। জানা গেছে, মাদারবাড়ি সেবক কলোনিতে চারটি ভবন আছে। যার তিনটিই ঝুঁকিপূর্ণ। সিঁড়ির ছাদ খসে পড়ে এক নম্বর ভবনে। এ ভবনে ৩৬টি পরিবারের দেড় শতাধিক মানুষ বসবাস করে। মাঝেমধ্যে ভবনটিতে পলেস্তারা খসে পড়ে। তবে গতকাল সিঁিড়র পলেস্তারা খসে পড়ে লোহা বেরিয়ে গেছে। যে কোনো মুহূর্তে অবশিষ্ট পলেস্তারাও খসে পড়ে সিঁড়িটির কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন ভবনের বাসিন্দারা।

পূর্ববর্তী নিবন্ধ১১৫ স্থানে বোর্ড লাগাতে ঠিকাদার নিয়োগ দিচ্ছে চসিক
পরবর্তী নিবন্ধহ্যাক করে জন্মনিবন্ধন সনদ ইস্যু, চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার