ভবনের বাইরে ক্লাস করলেন শিক্ষার্থীরা

চবি চারুকলা ইনস্টিটিউট

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৪ জানুয়ারি, ২০২৩ at ৪:৪০ পূর্বাহ্ণ

অবশেষে ক্লাসে ফিরেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আন্দোলনের ৮৩তম দিনে গতকাল (সোমবার) শিক্ষার্থীরা শ্রেণি কার্যক্রমে অংশ নিয়েছেন। তবে একাডেমিক ভবনের পরিবর্তে ভবনের বাইরে চারুকলা প্রাঙ্গণে ক্লাস করেছেন শিক্ষার্থীরা।

গত শনিবার একাধিক অনুষ্ঠানে যোগ দিতে শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি চট্টগ্রাম আসেন। এর এক ফাঁকে চট্টগ্রাম সার্কিট হাউসে চারুকলার আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। পরে উপমন্ত্রীসহ গিয়ে চারুকলা ইনস্টিটিউট ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের দাবি শোনেন। ওইদিন (শনিবার) শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে অনুরোধ জানান মন্ত্রী ও উপমন্ত্রী। তবে শিক্ষার্থীরা সে অনুরোধ রাখেন নি। তারা চারুকলা ইনস্টিটিউট মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে অনড় থেকে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন। পরদিন (রোববার) সকালে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা চারুকলা ইনস্টিটিউটে গিয়ে শিক্ষার্থীদের সাথে বৈঠক করেন। পরে চার ‘শর্ত’ পূরণের আশ্বাসে আন্দোলন শিথিল করে ক্লাসে ফেরার ঘোষণা দেন শিক্ষার্থীরা। ঘোষণার প্রেক্ষিতে অবশেষে গতকাল থেকে ক্লাসে ফিরল আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে ক্লাসে ফিরলেও শিক্ষার্থীর সংখ্যা খুব বেশি ছিলনা প্রথম দিন।

চারুকলার মাস্টার্সের শিক্ষার্থী মোহাম্মদ শহীদ সাংবাদিকদের বলেন, শিক্ষামন্ত্রী এবং উপমন্ত্রীর পর রোববার প্রশাসনের পক্ষ থেকেও আমাদের দাবিগুলো পূরণের আশ্বাস দেওয়া হয়েছে। ইনস্টিটিউট স্থানান্তরের বিষয়টি যেহেতু দীর্ঘ সময়ের ব্যাপার তাই আমরা ক্লাসে ফিরতে রাজি হয়েছি। তবে সংস্কার কাজ শেষ না হওয়া পর্যন্ত আমরা ঝুঁকিপূর্ণ একাডেমিক ভবনে ক্লাস করব না। ভবনের বাইরে চারুকলা প্রাঙ্গণেই ক্লাস হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুহম্মদ ইয়াকুব জানান, রোববার বৈঠকে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করতে রাজি হয়। সোমবার থেকেই একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। একাডেমিক ভবনের সংস্কার কাজের জন্য ইতোমধ্যে প্রকৌশলীরা গিয়েছেন। শিক্ষক ক্লাবের যে ভবনটি আছে সেটিও শিক্ষার্থীদের জন্য খালি করে দেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, ২ জঙ্গি নেতা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
পরবর্তী নিবন্ধ‘দারুণ অফারে’ আত্মসাৎ ৫৪ লাখ টাকা