নগরীর সদরঘাট থানাধীন মাঝিরঘাট এলাকায় নালার পাশে হেলে পড়া ভবন ও অন্যান্য স্থাপনা আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) পরিদর্শন করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কর্মকর্তারা।
এ সময় চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্প বাস্তবায়নে দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সিডিএ’র প্রধান নগর পরিকল্পনাবিদ শাহিনুল ইসলাম খান।
তিনি সাংবাদিকদের বলেন, “নিয়ম অনুযায়ী প্রকল্পের প্রায় ১৫ ফুট দূরত্বে স্থাপনা নির্মাণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে কিন্তু তারা তা না মেনে সিটি করপোরেশনের নালার দেওয়ালের উপর ভবনটি নির্মাণ করেছেন। তাছাড়া ভবনের নিচেও কোনো ফাউন্ডেশন নেই। তাই ভবনটি হেলে পড়েছে।”
প্রকল্পের ১৫ ফুটের মধ্যে থাকা সব স্থাপনা অপসারণ করা হচ্ছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গতকাল সোমবার (২০ ডিসেম্বর) রাতে সদরঘাট থানার স্ট্র্যান্ড রোডের আনুমাঝির ঘাট এলাকায় ভবনটি হেলে পড়লে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ভবনের বাসিন্দাদের সরিয়ে নিতে কাজ শুরু করেন।