বৈদ্যের মুখোশ উন্মোচন করতে গিয়ে লোহাগাড়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাত ২টার দিকে অভিযান চালিয়ে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম সাজু আক্তার। চরম্বা ইউনিয়নের পূর্ব রাজঘাটা ফরেস্ট অফিসের ফকিরখিল এলাকার নুর আলমের স্ত্রী। হামলার শিকার সাংবাদিক জাহেদুল ইসলাম (৩৫) লোহাগাড়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক এবং দুটি পত্রিকার লোহাগাড়া উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। জানা যায়, হাসান নামের অভিযুক্ত ব্যক্তি নিজেকে বৈদ্য পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে চিকিৎসার নামে প্রতারণা করে আসছিল। কিন্তু তার নিজস্ব সন্ত্রাসী বাহিনীর ভয়ে স্থানীয়রা মুখ খুলেন না। সরেজমিনে এই সংবাদ করতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিক জাহেদ।
এ ঘটনায় আহত সাংবাদিক জাহেদ বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০ জনের কথা উল্লেখ করে থানায় মামলা করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে সাজু আক্তার নামে এক আসামিকে তার আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করে।
সাংবাদিক জাহেদুল ইসলাম জানান, ঘটনার দিন তিনি তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিক পরিচয় জেনে হাসান বৈদ্যের সন্ত্রাসীরা তার উপর চড়াও হয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে তারা গলায় রশি পেঁচিয়ে টানা–হেচড়া করতে থাকে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ওইসময় কয়েকজন স্থানীয় নারী–পুরুষ এগিয়ে এসে তাকে রক্ষা করেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, ঘটনার পরপরই মামলার আসামিদের গ্রেপ্তার করার জন্য অভিযান শুরু করেছি। অভিযানে ওইদিন রাত্রেই উল্লেখিত মহিলা আসামিকে গ্রেপ্তার করা হয়। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।