ভগ্নিপতিকে খুনের মামলায় শ্যালকের মৃতুদণ্ড

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২০ at ১০:৩০ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় পারিবারিক বিরোধের জেরে ছুরিকাঘাতে ভগ্নিপতিকে খুনের ঘটনায় আসামি শ্যালক হাবিবুর রহমানের মৃতুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার চট্টগ্রামের ৬ষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ফেরদৌস ওয়াহিদ এই আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাবিবুর রহমান রাঙ্গুনিয়া উপজেলার শিলক এলাকার মৃত আহমদুর রহমানের ছেলে। রায় ঘোষণার পর তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।
২০১৪ সালের ২৮ মার্চ বিকেল ৩টায় রাঙ্গুনিয়া রোয়াজাহাট রাজাপাড়ায় পারিবারিক বিরোধের জের ধরে আসামি হাবিবুর রহমান তার ভগ্নিপতি আবু সৈয়দের (৫০) গলায় উপর্যুপরি ছুরিকাঘাত করেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওইসময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে হাবিবকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেন। ঘটনার পর থেকে আসামি কারাগারে ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১২ জুলাই মামলাটির তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশিট জমা দেয়ার পর ২০১৫ সালের ১০ জুন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এ সময় ১৫ জনের সাক্ষ্য গ্রহণপূর্বক আসামির বিরুদ্ধে আনা অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারায় আদালত এ রায় ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধএবার ১০ টাকায় রবি সিম পাবে চবি শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধমহেশখালীতে আশ্রয়ণ প্রকল্পের জায়গা পরিদর্শনে উপসচিব