‘ভগবানের ইচ্ছায় সেতু ধসে পড়েছে’। আদালতে দাঁড়িয়ে এ কথা বলেছেন গুজরাটে সেতু ধসকাণ্ডে গ্রেপ্তার ওরেভা কোম্পানির ব্যবস্থাপক দীপক পারেখ। গত রোববার সন্ধ্যায় ভারতের পশ্চিমের রাজ্য গুজরাটের মোরবি জেলার মাচ্চু নদীর উপর ব্রিটিশ আমলে তৈরি একটি ঝুলন্ত সেতু ধসে পড়ে ১৩৫ জন প্রাণ হারান।
অগভীর পানি আর পাথর এত মৃত্যুর কারণ : এদিকে সেতু ভেঙে পড়ার ঘটনায় বহু মানুষের মৃত্যু কীভাবে ঘটে থাকতে পারে সে বিষয়ে কিছুটা আলোকপাত করেছেন ভারতের দুর্যোগ মোকাবেলা বাহিনীর প্রধান। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) কমান্ড্যান্ট ভিভিএন প্রসন্ন কুমার মঙ্গলবার বলেছেন, মোরবি শহরের ওই সেতুটির দুই প্রান্তে নদীর পানি কম, প্রায় ১০ ফুটের গভীর হওয়ায় সেতু ভেঙে পড়ে যাওয়া লোকজন সেখানে নদীর পাথুরে তলদেশে সজোরে ধাক্কা খায়, এতেই অধিকাংশের মৃত্যু হয়। গত রোববার সন্ধ্যায় মোরবির মাচ্চু নদীর উপর ১৪০ বছরের পুরাতন, সংকীর্ণ ওই ঝুলন্ত সেতুটি ধসে পড়ে ১৩৫ জন প্রাণ হারায়।