ভক্তের জীবন তছনছ করে ক্ষমা চাইলেন কৃতি!

| শনিবার , ৪ ডিসেম্বর, ২০২১ at ১১:০৯ পূর্বাহ্ণ

বলিউডের চলতি সময়ের আলোচিত অভিনেত্রী কৃতি শ্যানন। এবার তার বিরুদ্ধে জীবন নষ্ট করার অভিযোগ তুলেছেন এক ভক্ত। কৃতির কারণেই নাকি সামাজিক মাধ্যমে ক্রমাগত অপমানিত হতে হচ্ছে তাকে। টুইটারে কৃতিকে ট্যাগ করে ওই ভক্ত লেখেন, ছোটবেলায় স্কুলে আমার কোনো অসুবিধে হয়নি। আমার পদবী নিয়ে যে বা যারা হাসাহাসি করেছে তাতে আমি কখনো রাগ হইনি। কিন্তু যে মুহূর্তে কৃতির পরমসুন্দরী গান মুক্তি পেয়েছে আমার জীবন তছনছ হয়ে গেছে। প্রায় হাজার বার এই গানের জন্য আমাকে নিয়ে হাসাহাসি করা হয়েছে। কেন এমনটা করলে কৃতি, কেন আমার জীবন এভাবে নষ্ট করলে? খবর বাংলানিউজের। ভক্তের এমন অভিযোগে দুঃখ প্রকাশও করেছেন কৃতি। হাসির ইমোজিসহ টুইটে এ অভিনেত্রী লেখেন, ‘ওপস! সরি!’ তবে সবকিছুর পর নেটিজেনদের বুঝতে অসুবিধা হয়নি যে, মজার ছলেই কৃতির বিরুদ্ধে অভিযোগটি করেছেন সেই ভক্ত।

পূর্ববর্তী নিবন্ধবিয়ে করলেন প্রয়াত সুশান্তের প্রেমিকা অঙ্কিতা!
পরবর্তী নিবন্ধবিজয়ের পঞ্চাশ বছরে ৫০ হলে ‘মিশন এক্সট্রিম’