ঢাকাই চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী শাবানা। তার পারিবারিক নাম আফরোজা সুলতানা রত্না। ১৯৫২ সালের ১৫ জুন চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। শৈশবে চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া গ্রাম ছেড়ে চলে আসেন ঢাকার গেন্ডারিয়ায়। স্থানীয় গেন্ডারিয়া হাই স্কুলে ভর্তি হলেও মাত্র ৯ বছর বয়সে শিক্ষাজীবনের ইতি ঘটে তার। বরেণ্য চলচ্চিত্র নির্মাতা এহতেশাম সম্পর্কে শাবানার কাকা। তার হাত ধরে রুপালি জগতে পা রাখেন তিনি। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘নতুন সুর’। ১৯৬২ সালে মুক্তিপ্রাপ্ত এ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন তিনি। এসময় পর্দায় তার নাম ছিল রত্না। এরপর ‘তালাশ’ সহ বেশ কয়েকটি সিনেমায় নৃত্যশিল্পী ও অতিরিক্ত শিল্পী হিসেবে অভিনয় করেন শাবানা। সহ-নায়িকা হিসেবে ‘বনবাসে রূপবান’ ও ‘ডাক বাবু’ সিনেমায় দেখা গেছে তাকে। ১৯৬৭ সালে এহতেশাম পরিচালিত ‘চকোরী’ সিনেমায় নাদিমের বিপরীতে নায়িকা চরিত্রে প্রথম অভিনয় করেন শাবানা। তখন রত্না থেকে হয়ে যান শাবানা। বাংলা ও উর্দু ভাষায় নির্মিত ‘চকোরী’ সিনেমাটি ব্যবসাসফল হয়। এরপর শাবানাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ১৯৭৩ সালে সরকারি কর্মকর্তা ওয়াহিদ সাদিককে বিয়ে করেন শাবানা। দুজনে মিলে প্রতিষ্ঠা করেন প্রযোজনা সংস্থা এসএস প্রোডাকশন। ওই প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হয়েছে অনেক জনপ্রিয় সিনেমা। চলচ্চিত্রকে বিদায় জানালেও তার অভিনয় কোটি কোটি বাঙালির মনে আজও রঙিন।