জন্মাষ্টমী উদযাপন পরিষদ–বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটির উদ্যোগে নগরীর জে এম সেন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবের দ্বিতীয় দিন গতকাল মঙ্গলবার বিপুল ভক্তের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। ঐতিহাবাহী এ উৎসবে বৃহত্তর চট্টগ্রাম ছাড়াও দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসা ভক্ত–জনতায় পরিণত হয়েছে কৃষ্ণ প্রেমের এক মহামিলনমেলা। উৎসব প্যান্ডেলে বিশিষ্ট কীর্ত্তনীয়া সমপ্রদায়ের মহানামে আকুল হচ্ছে ভক্তহৃদয়। প্রতিদিন দুপুরে ও রাতে মহাপ্রসাদ বিতরণ করা হয়। পরিষদের সভাপতি শিল্পপতি সুকুমার চৌধুরী অসুস্থতার কারণে বাইরে অবস্থান করলেও ভার্চুয়ালি সবকিছু দেখাশুনা করেন।
উৎসব অঙ্গনে ভক্তদের সাথে কৃষ্ণময় শুভেচ্ছা বিনিময় করেন পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. তপন কান্তি দাশ, অ্যাড. চন্দন তালুকদার ও বিমল কান্তি দে, পরিষদ কর্মকর্তা লায়ন দুলাল চন্দ্র দে, চন্দন দাশ, পরেশ চন্দ্র চৌধুরী, কৃষ্ণ কান্তি দত্ত, লায়ন আশীষ কুমার ভট্টাচার্য, লায়ন তপন কান্তি দাশ, প্রকৌশলী আশুতোষ দাশ, লায়ন তাপস কুমার নন্দী, লায়ন দিলীপ কুমার ঘোষ, ডা. বিধান মিত্র, লায়ন শংকর সেনগুপ্ত, লায়ন রবি শংকর আচার্য্য, বিপ্লব কুমার চৌধুরী, রতন আচার্য্য, আশীষ চৌধুরী, সুমন দেবনাথ, শ্রীপ্রকাশ দাশ অসিত, শিবু প্রসাদ দত্ত, সুভাষ চন্দ্র দাশ, দেবাশীষ দাশগুপ্ত (বাবু), অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, এড. সলিল কান্তি গুহ, রত্নাকর দাশ টুনু, অ্যাড. নিখিল কান্তি নাথ, কানু রাম দে, প্রকৌশলী সুভাষ গুহ, হিল্লোল সেন উজ্জ্বল, লিটন কান্তি দত্ত, এস প্রকাশ পাল, দিপাল অনিন্দ্য পাল, সজল দত্ত, অ্যাড. নটু চৌধুরী, পলাশ কান্তি নাথ রণী, গোপাল বিশ্বাস, সুভাষ বিশ্বাস, প্রকৌশলী সঞ্জীব বৈদ্য, ডা. বিজন কান্তি নাথ, ঊষা আচার্য্য, সমীরণ মল্লিক, বিপ্লব সেন, সুকান্ত মহাজন টুটুল, রাজন দাশ, অ্যাড. শ্যাম চৌধুরী, অসীম কুমার দে, লিটন শীল, ধীমান শর্মা প্রমুখ।
উল্লেখ্য, স্মরণকালের ভয়াবহ বন্যার কারনে দেশের বিভিন্ন জেলায় লাখ লাখ মানুষ বাড়ি–ঘর, সহায়–সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন এবং অনেকেই অকালে প্রাণ হারিয়েছেন।
এজন্য বন্যার্তদের সহায়তায় জন্মাষ্টমী পরিষদ এবারের মহাশোভাযাত্রা বাতিল ও ষোড়শপ্রহরব্যাপী উৎসবের পরিবর্তে অষ্টপ্রহর মহোৎসবের মাধ্যমে ব্যয় সংকোচন করে বন্যার্তদের মাঝে নগদ অর্থ/দ্রব্যসামগ্রী দিয়ে সহায়তা করার নিমিত্তে তহবিল গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেন। তহবিলে সমাজের মহানুভব ব্যক্তি যারা সহায়তা করতে ইচ্ছুক তাদেরকে ব্যাংক এশিয়া লিমিটেড, আন্দরকিল্লা চট্টগ্রাম শাখায় জন্মাষ্টমী পরিষদ সঞ্চয় হিসাব নং ০৩০৩৪০০৫১০১ অথবা বিকাশ নং ০১৮৩৮–০৪৩৪০০ (পার্সোনাল) অথবা সরাসরি রহমতগঞ্জস্থ জন্মাষ্টমী কার্যালয়ে এসেও রশিদ সংগ্রহের মাধ্যমে অনুদান দেয়ার অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।